তাঁদের কীর্তির পাশাপাশি অস্কারসন্ধ্যায় প্রশংসিত হয়েছে গুনীতের ভারতীয় ঘরানার সাজও। ভারতীয় রীতি ও ঐতিহ্য অনুসরণ করে তিনি পরেছিলেন শাড়ি। তাঁর পরনের উজ্জ্বল গোলাপি তাঞ্চোই বেনারসি সিল্ক শাড়ির জমিন জুড়ে ছিল অগণিত হাতির জরিদার বুটি। শাড়ির সঙ্গে ব্রোচ ও ক্লাচেও ছিল হাতির শৈল্পিক উপস্থিতি। নিজের কাজকেই তিনি রূপান্তরিত করেছেন স্টাইল স্টেটমেন্টে।
advertisement
আরও পড়ুন : ফের অস্কার এল ভারতে, পুরস্কৃত হল স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’
তাঁর এই সজ্জার পিছনে আছেন এক বঙ্গসন্তান। তিনি বছর কুড়ির তরুণ বিদীপ্ত দাস। খাতায়কলমে তাঁর পরিচয় এখনও একজন ছাত্র। তবে ফ্যাশন দুনিয়ায় প্রশংসিত হয়ে সাড়া ফেলে দিয়েছে তাঁর কাজ। সামাজিক মাধ্যমে বিদীপ্তর কাজ প্রশংসিত হয়েছে। তাঁর ইনস্টাগ্রাম ভরে আছে নানা শৈল্পিক সৃষ্টিতে। পোশাকের সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ বাছাই করে তিনি সাজিয়ে তোলেন। স্টাইলিস্ট হিসেবে এখনই বেশ জনপ্রিয়তা পেয়েছেন বিদীপ্ত। তাঁর দৌলতেই এ বার অস্কারের সঙ্গে জড়িয়ে থাকল আরও এক বং কানেকশন।
ছক ভাঙা এই জীবনপথে এগিয়ে যেতে বিদীপ্তকে উৎসাহ দিয়েছেন তাঁর বাবা মা৷ তরুণ তুর্কি বিদীপ্তর কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সুদীপ্তা চক্রবর্তী৷ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী বিদীপ্তকে ভালবাসা ও আগামিতে চলার পথে শুভেচ্ছা জানিয়েছেন৷