এখন চলছে বিয়ে বাড়ির মরশুম ৷ আর বাঙালি বিয়ে মানেই সেখানে রয়েছে পুরোদস্তুর হাসি, মজা, হুল্লোড়... রয়েছে কিছু চমকও ৷ এমনই সমস্ত মজার কাণ্ড কারখানা সোশ্যাল মিডিয়াপ দৌলতে নিমেষেই ভাইরাল হয়ে যায় ৷ পৌঁছে যায় মানুষের হাতের মুঠোয় ৷ এই ভিডিওতে তেমনই এক নিখাদ বাঙালি বিয়ের ছবি ফুটে উঠেছে ৷
advertisement
বিয়ের অনুষ্ঠান শুরুর একেবারে প্রথমেই আসে শুভদৃষ্টি আর মালাবদল পর্ব ৷ পান পাতায় মুখে ঢেকে, পিঁড়িতে চড়ে মণ্ডপে আসেন পাত্রী ৷ এরপরেই দু’জোড়া চোখের মিলনে হয় শুভদৃষ্টির অনুষ্ঠান ৷ এই ভিডিওতে দেখা গেল শুভদৃষ্টি সেরে নিজেদের আর আটকে রাখতে পারলেন না বর-কনে ৷ বহু প্রতীক্ষিত সেই মুহূর্তে একে অপরের দিকে অপলক চে?য়ে রইলেন ৷ তারপর হবু স্ত্রী’কে সকলের সামনেই জড়য়ে ধরলেন পাত্র ৷ শুধু তাই নয়, সকলের সামনেই স্ত্রী’কে জাপটে ধরে তাঁকে চুম্বনও করলেন বরমশাই ৷ এমন মিষ্টি ভিডিও ভাইরাল না হয়ে যায় কোথায় ৷