মশা মারতে গ্রিন টি কীভাবে কাজ করে: গ্রিন টি-র নিজস্ব সুগন্ধ রয়েছে। এই গন্ধ মশারা সহ্য করতে পারে না। বাড়ির বাইরে বা দরজার পাশে গ্রিন টি প্ল্যান্ট লাগালে মশার উপদ্রব কমবে। গ্রিন টি-র কড়া গন্ধ মশার বিরুদ্ধে প্রাকৃতিক এবং ভেষজ প্রতিরোধক হিসাবে কাজ করে। এমনকী মৌমাছিও এই গন্ধ সহ্য করতে পারে না।
advertisement
আরও পড়ুন: প্রস্রাবে বা প্রস্রাবের সময়ে কিছু লক্ষণ অবহেলার নয়, প্রস্টেট ক্যান্সারের আগাম লক্ষণ হতে পারে
পাতা পোড়ানো: গ্রিন টি প্ল্যান্ট লাগানো, তার বড় হওয়া, এতে অনেকটা সময় চলে যায়। তাই দ্রুত এবং কার্যকর ফলাফল পেতে দরজার বাইরে গ্রিন টি-র পাতা পুড়িয়ে দিলেও মশারা পালাবার পথ পায় না। পোড়া গ্রিন টি পাতার গন্ধ মশা তাড়াতে ম্যাজিকের মতো কাজ করে।
ভেষজ মলম: বোরোলিনের মতো গায়ে মাখলেই হবে। মশা আর ধারেকাছেও ঘেঁষবে না। এমন হাজার রকমের মলম পাওয়া যায় বাজারে। কিন্তু বেশিরভাগই কোনও কাজে লাগে না। মশা যেমন কে তেমন রয়েই যায়। তাছাড়া এই সব ক্রিমে নানান রাসায়নিকও থাকে। তাতে ত্বকের ক্ষতি হয়। এক্ষেত্রে কাজে লাগানো যায় গ্রিন টি। কী করতে হবে? এক মুঠো গ্রিন টি ভালো করে পিষে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর মলমের মতো সেটা মেখে নিতে হবে গোটা শরীরে। মশা দূর থেকেই ঘ্রাণ নিতে পারে। গ্রিন টি-র গন্ধে তারা আর কাছেও ঘেঁষবে না।
আরও পড়ুন: ইউরিক অ্যাসিডের সমস্যায় জেরবার? ব্যথা মেটাতে কাজে আসবে ঘরোয়া টোটকাই
গ্রিন টি ব্যাগ: শুধু গ্রিন টি ব্যাগও মশা তাড়াতে পারে। ঘরের কোণে বিশেষ করে অন্ধকার জায়গায় মশা বেশি থাকে। বিছানার নিচে, র্যাকের কোণে, আলমারির তলায়, পর্দার আড়ালে একটা গ্রিন টি ব্যাগ ঝুলিয়ে দিতে হবে। ব্যস, কামান না দেগেও মশা তাড়ানো যাবে সহজেই।