TRENDING:

Green Papaya Chutney: ঘরেই বানিয়ে ফেলুন বিয়ে বাড়ির মত কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি! 

Last Updated:

কাঁচা পেঁপে, পাতিলেবু, কাজু,কিসমিস, চিনি, এক চিমটে পাঁচফোড়ন আর সামান্য সর্ষের তেল দিয়েই বানানো হয়ে যায় এই চাটনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: পেঁপের প্লাস্টিক চাটনি! চাটনিতে পেঁপে? অনেকেই হয়তো নাক সিঁটকোবেন। কিন্তু সহজলভ্য এই পেঁপের চাটনি যে জিভে জল আনতে পারে, তা হয়তো চেখে না দেখলে বোঝা সম্ভব নয়! হাতের কাছে থাকা কয়েকটা সাধারণ উপকরণ পরিমাণমতো ব্যবহার করে এই পেঁপের চাটনি আনারস বা আমের চাটনিকেও গুণে গুণে দশ গোল দিতে পারে। কাঁচা পেঁপের চাটনি ট্রান্সপারেন্ট, তাই একে প্লাস্টিক চাটনিও বলা হয়। ভোজনরসিক বাঙালি মানে শেষ পাতে মিষ্টি। যদি হয় এমন ঘরোয়া রেসিপির চাটনি, তাহলে তো আর কথা নেই! আঙুল চেটে খাবেন প্রিয়জন।
advertisement

কাঁচা পেঁপে, পাতিলেবু, কাজু,কিসমিস, চিনি, এক চিমটে পাঁচফোড়ন আর সামান্য সর্ষের তেল দিয়েই বানানো হয়ে যায় এই চাটনি। কীভাবে বানাবেন? প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে সবুজ অংশ বাদ দিতে হবে। এবার ভিতরের দানার অংশ বাদ দিয়ে দিন। পেঁপেটিকে সরু,পাতলা, ছোট করে কেটে নিন। পেঁপে কাটা সম্পূর্ণ হলে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখুন।

advertisement

এবার মৃদু আঁচে একটি পাত্র বসিয়ে, তেল গরম করে সামান্য পাঁচফোড়ন দিন। এবার জল ঝরিয়ে রাখা পেঁপে দিয়ে উপর থেকে নুন ছড়িয়ে দিন। সামান্য নাড়াচাড়া করে, জল দিয়ে ১০-১২ মিনিট ঢেকে সিদ্ধ করে নিন। পেঁপে সিদ্ধ হলে, কাজু ও কিশমিশ মেশান। সামান্য নেড়েচেড়ে পেঁপের প্রায় সমপরিমাণ চিনি দিন। চিনি দেওয়ার পর নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। চিনি সম্পূর্ণরূপে মিশে একটু টাইট ভাব চলে এলে লেবুর রস ঢেলে দিন। ঠান্ডা হয়ে এলেই তৈরি পেঁপের প্লাস্টিক চাটনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Green Papaya Chutney: ঘরেই বানিয়ে ফেলুন বিয়ে বাড়ির মত কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল