কিন্তু এ রাজ্যের জলবায়ু আঙুর চাষের জন্যও উপযোগী! পুষ্টিগুণে ভরপুর এই আঙুর গাছের দেখা মিলল এবার বসিরহাটে। স্থানীয় গৃহশিক্ষক কমল হোসেন গৃহশিক্ষকতার পাশাপাশি একজন সফল শখের ছাদবাগানি। বসিরহাটের বিবিপুরে নিজের বাড়িতেই তিনি গড়ে তুলেছেন ছাদবাগান। সেখানে আঙুর ফলের গাছ লাগিয়ে রীতিমতো তাক লাগিয়েছেন এই শিক্ষাকর্মী। পুরো গাছজুড়েই শোভা পাচ্ছে সবুজ সবুজ অসংখ্য ছোট ছোট আঙুরের কুড়ি।
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বিবিপুরের গৃহশিক্ষক কমল হোসেন পরীক্ষামূলকভাবে ছাদ বাগানে আঙুর ফলিয়ে সাড়া ফেললেন। আর সেই গাছে মিলল দারুণ সাফল্য। গাছ ভর্তি থোকায় থোকায় ঝুলে আছে আঙুরের কুড়ি। যেন পাতার চেয়ে ফলনই বেশি ধরে আছে যা দেখতেও বেশ আকর্ষণীয়।
গাছ ভর্তি এমন ফলন দেখে পরিবার ও বন্ধুমহলের অনুপ্রেরণায় তিনি এখন মিষ্টি আঙুরের ফলন বাড়াতে মূল গাছ থেকে কলম করে চারা বাড়ানোর উদ্যোগও নিয়েছেন। আঙুর চাষের জন্য দো-আঁশযুক্ত লালমাটি, জৈবিক সার সমৃদ্ধ কাঁকর জাতীয় মাটিতে এই চাষ ভাল হয়। তবে ছাদ বাগানে এমন চাষ করার জন্য এমনভাবেই মাটি প্রস্তুত করে নিতে হবে পাশাপাশি দরকার প্রচুর সূর্যের আলো পড়বে এমন জায়গা।
জুলফিকার মোল্যা