মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। মেষ রাশির জাতকরা সাহসী, আবেগপ্রবণ এবং স্বতঃস্ফূর্ত স্বভাবের হন। এঁদের ক্ষেত্রে রোজকার জীবনে কাজে আসে এমন উপহারই সবচেয়ে ভাল। এক্ষেত্রে ঘড়ি, টেবিলটপ, কুশন বা মগ উপহার দেওয়া যায়।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। বৃষ রাশির জাতকরা একগুঁয়ে স্বভাবের হন। কিন্তু তাঁদের মন পরিষ্কার। এমন ভাইয়ের জন্য সবচেয়ে ভাল উপহার হবে ইন্ডোর প্ল্যান্টস। গাছপালার সঙ্গে শান্তি এবং সম্প্রীতি জড়িয়ে। এই উপহার বাড়িতে স্থায়িত্ব এবং ভারসাম্য আনবে।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০। মিথুন রাশির জাতকরা দুঃসাহসিক। শুধু তাই নয়, তাঁরা সৃজনশীল এবং বুদ্ধিমানও হন। মিথুন রাশির ভাইদের জন্য সেরা উপহার হবে ভ্রমণ জার্নাল, বই কিংবা দাবা সেট।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। এঁদের সংবেদনশীল মনন, বিনোদন ভালোবাসেন। ভাইফোঁটায় এমন ভাইদের সাদা গোলাপের তোড়া, সুগন্ধী মোমবাতি কিংবা সানগ্লাস দেওয়া যেতে পারে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সিংহ রাশির জাতকরা সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন। রাজার মতো বাঁচতে জানেন। স্মার্ট গ্রাফিক টি-শার্ট, চামড়ার মানিব্যাগ, অ্যাডভেঞ্চার ব্যাকপ্যাক, ব্লুটুথ স্পিকার দেওয়া যায়।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কন্যারাশির জাতকরা আশাবাদী মানুষ। এঁরা চিন্তাশীল এবং প্রয়োজনীয় উপহারই পছন্দ করেন। তাই ভাইকে ট্রাভেল কেস, ইনডোর গার্ডেন কিট, চকোলেট হ্যাম্পার, হেডসেট উপহার দেওয়া যায়।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। তুলা রাশির জাতকরা অর্থপূর্ণ উপহার পছন্দ করেন। ওয়্যারলেস হেডফোন, টেবিল ল্যাম্প, সুগন্ধি এবং প্ল্যান্টার হল তুলা রাশির ভাইয়ের জন্য সেরা ভাইফোঁটার উপহার।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। বৃশ্চিক রাশির জাতকদের অধিকারবোধ মারাত্মক। স্বভাবে কঠোর প্রকৃতির। এঁদের জন্য কেনাকাটা করা একটু চ্যালেঞ্জের। তবে কোলন, সূক্ষ্ম গয়না, ক্রিস্টাল সেট, কফি মগ ভাল উপহার হতে পারে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ধনু রাশির জাতকরা দুঃসাহসিক কাজের জন্য সদা প্রস্তুত। এঁদের জন্য সেরা উপহার হল গ্রুমিং কিট, টাই সেট, ভ্রমণের ব্যাকপ্যাক, জলের বোতল বা বুকশেলফ কিংবা বই।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। মকর রাশির জাতকরা সবভাবে ধৈর্যশীল তবে উচ্চাভিলাষী। কাস্টমাইজড কফি মগ, বড় ডেস্ক সাইন, ট্র্যাডিশনাল পোশাক, বা ঘড়ি এঁদের পছন্দের উপহার হতে পারে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কুম্ভ রাশি জাতকরা বুদ্ধিমান, স্বাধীনতাপ্রিয় এবং খোলা মনের। যে কোনও ইলেকট্রনিক গ্যাজেট সেরা উপহার। এছাড়া জিম ব্যাগ, ভ্রমণের আনুষঙ্গিক, ডিফিউজারও দেওয়া যায়।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। এঁরা সুখী মানুষ। উপহারের চেয়ে অনুভূতিকে বেশি মূল্য দেন। হুডি, ব্রেসলেট, সুগন্ধযুক্ত মোমবাতি, ব্যক্তিগতকৃত কিট এবং শেভিং কিট এঁদের জন্য সেরা উপহার।