মধু এবং লেবুর মিশ্রণ
চুল পরিষ্কার করতে সাহায্য করেন লেবু। মধু ফিরিয়ে আনে চুলের আর্দ্রতা। তাই এই দুইয়ের মিশ্রণে সহজেই আপনার চুলের খুশকি দূর হতে পারে। তিন থেকে চার টেবিল স্পুন মধুর সঙ্গে মিশিয়ে নিন অর্ধেক লেবুর রস। সেই মাস্কটি দিয়ে ১৫ মিনিট ধরে মাথায় মাসাজ করুন ধীরে ধীরে। এর পর চুল ধুয়ে ফেলুন।
advertisement
নারকেল এবং নিম
শীতে চুলকে ভাল রাখে নারকেল তেল। এই তেলের সঙ্গে নিম তেল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুশকি তাড়ানোর ওষুধ। সম পরিমাণ নারকেল এবং নিম তেল দিয়ে তৈরি মিশ্রণটি মাথায় লাগিয়ে নিন। কিছু ক্ষণ সেটি রাখার পর চুলে শ্যাম্পু করে ফেলুন।
আরও পড়ুন: রাতে এটা সঠিকভাবে ব্যবহার করেন তো? না হলেই সর্বনাশ!
আরও পড়ুন: শীতে বিয়ে করার রয়েছে ৭ সুপারহিট সুবিধে! যা আপনারও জানা নেই! অবশ্যই জানুন
দই
খুশকি দূর করার মোক্ষম ওষুধ দই। দইয়ের এনজাইম খুশকি তাড়াতে সাহায্য করে। মাথায় দই দিয়ে কিছু ক্ষণ মাসাজ করতে পারেন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। সুফল পাবেন।