রাতে এটা সঠিকভাবে ব্যবহার করেন তো? না হলেই সর্বনাশ!

Last Updated:

Night Skin Care : সব সেরাম সবার জন্য নয়। তাই ত্বকের সঠিক যত্ন ও পুষ্টি দিতে গেলে সঠিক সেরাম বেছে নেওয়া আবশ্যক।

ত্বকের পুষ্টির জন্য সেরাম খুব প্রয়োজন
ত্বকের পুষ্টির জন্য সেরাম খুব প্রয়োজন
অজস্র গুণে ভরপুর বলে সেরাম বেশ কিছুদিন হল ত্বকের পরিচর্যার অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের স্কিন কেয়ারে ময়শ্চারাইজার লাগানোর আগে এটা লাগানো হয়। সেরাম হল কয়েকটি জরুরি উপাদানের ঘন মিশ্রণ। এর মধ্যে থাকে খুব ক্ষুদ্র অণু যা ময়েশ্চারাইজারের চেয়ে আকারে ছোট, ফলে এই উপাদানগুলি খুব সহজে ত্বকের গভীরে যেতে পারে।
ত্বকের পুষ্টির জন্য সেরাম খুব প্রয়োজন। প্রতিদিন ব্যবহার করলে ত্বকের টেক্সচার উন্নত হয়। এছাড়াও ত্বকের কিছু বিশেষ সমস্যা যেমন বিবর্ণ ভাব, দাগ ছোপ, অ্যাকনে, ব্ল্যাক ও হোয়াইট হেড, ওপেন পোরস বা মুক্ত ছিদ্র, বার্ধক্য ইত্যাদি অনেক কিছুই সামলে দিতে পারে সেরাম।
কিন্তু সব সেরাম সবার জন্য নয়। তাই ত্বকের সঠিক যত্ন ও পুষ্টি দিতে গেলে সঠিক সেরাম বেছে নেওয়া আবশ্যক। বাজারে এত রকমের সেরাম পাওয়া যায় যা বিভ্রান্তিকর।কিন্তু যদি ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলা যায় তাহলে সঠিক সেরাম বেছে নেওয়া সম্ভব।
advertisement
advertisement
সেরাম কেনার আগে ত্বকের প্রকার বা ধরন বুঝতে হবে। যে সেরাম শুষ্ক ত্বকের জন্য তৈরি তা তৈলাক্ত ত্বকে চলবে না। ত্বক যদি অ্যাকনে প্রবণ এবং তৈলাক্ত হয় তাহলে স্যালিসাইক্লিক অ্যাসিড, রেটিনল বা নায়াসিনামাইড যুক্ত সেরাম বেছে নিতে হবে। আবার ত্বক শুষ্ক হলে হায়ালুরনিক অ্যাসিড দেওয়া সেরাম দরকার। স্বাভাবিক ত্বকের জন্য ভিটামিন সি দেওয়া সেরাম হল সেরা।
advertisement
বয়স অনুযায়ী সেরাম
সেরামে যে উপাদান থাকে তা অতি মাত্রায় সক্রিয়। তাই সেরাম ব্যবহার করার আগে সাবধান হতে হবে। কারণ সেরামের সঙ্গে ত্বককে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে। যদি কেউ টিন এজার হন, তাহলে তাঁর সেরাম ব্যবহারের দরকার নেই। যাঁরা সবে মাত্র সেরাম ব্যবহার করা শুরু করেছেন তাঁরা নায়াসিনামাইড বা হায়ালুরনিক অ্যাসিড দেওয়া সেরাম বেছে নিতে পারেন। চল্লিশের কোটায় বয়স হলে রেটিনল দেওয়া সেরাম ব্যবহার করা যেতে পারে।
advertisement
ত্বকের সমস্যা বুঝতে হবে
সেরামে অনেক উপাদান থাকে। সবগুলো ত্বকের দরকার নাও হতে পারে। তাই ত্বকের সমস্যা অনুযায়ী সেরাম বেছে নিতে হবে। ব্রণ ইত্যাদির সমস্যা হলে আলফা-হাইড্রক্সি অ্যাসিড যেমন গ্লাইকোলিক অ্যাসিড/ল্যাকটিক অ্যাসিড, অ্যাজেলেইক অ্যাসিড, ভিটামিন সি এবং কোজিক অ্যাসিড দেওয়া সেরাম লাগবে। ত্বকে বার্ধক্য দেখা দিলে রেটিনলযুক্ত সেরামই সেরা। ব্ল্যাকহেডস/হোয়াইটহেডের জন্য রেটিনল বা স্যালিসিলিক অ্যাসিড দেওয়া সেরাম ভাল।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রাতে এটা সঠিকভাবে ব্যবহার করেন তো? না হলেই সর্বনাশ!
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement