হাওয়াই চটি ছিঁড়ে গেলে আর ফেলে দেবেন না! ঘরের হরেক কাজে আসবে এই ছেঁড়া চটিই, দেখে নিন কীভাবে!

Last Updated:

Other usages of chappals : ছেঁড়া চটি নানা ভাবে নানা কাজে ব্যবহার করা যেতে পারে

বার বার ব্যবহার করা পুরনো ছেঁড়া চপ্পল আর ফেলে দেওয়া চলবে না
বার বার ব্যবহার করা পুরনো ছেঁড়া চপ্পল আর ফেলে দেওয়া চলবে না
ফ্লিপ ফ্লপ বা হাওয়াই চটি থাকে না, এমন বাড়ি বিরল। এই চটি দামে সস্তা আর পরেও আরাম। হাওয়াই চটি ছিঁড়ে গেলে অনেকেই সেলাই করে সেটা আবার ব্যবহার করেন। বার বার সেলাইয়ের পর চটি যখন আর ব্যবহার যোগ্য থাকে না তখন সেটা ফেলে দেওয়া হয়।
এরপর থেকে বার বার ব্যবহার করা পুরনো ছেঁড়া চপ্পল আর ফেলে দেওয়া চলবে না। কারণ এই ছেঁড়া চটি নানা ভাবে নানা কাজে ব্যবহার করা যেতে পারে।
আসবাবপত্রে ব্যবহার
advertisement
সবার বাড়িতেই হালকা থেকে ভারী নানা রকমের আসবাব থাকে। অনেক সময় ভারী আসবাব ঠেলে একদিক থেকে আরেক দিকে সরাতে গেলে মেঝেতে বিশ্রী দাগ হয়ে যায়। পুরনো স্লিপার গোল করে কেটে আসবাবের পায়ায় আটকে দিলে এই সমস্যা আর হবে না।
advertisement
ছোট টব ঝুলিয়ে রাখার জন্য
চটি উল্টো করে ঝুলিয়ে তার মধ্যে ছোট ছোট টব ঝুলিয়ে দিলে দারুণ দেখতে লাগবে। তাছাড়া বিষয়টা একটু অভিনবও হবে। বিশেষ করে যাঁরা বাগান করতে ভালোবাসেন তাঁদের এই আইডিয়া নিশ্চয়ই ভাল লাগবে।
advertisement
যদি শুধুমাত্র পুরনো হয়ে গিয়েছে বলেই চটি ফেলে দেওয়ার কথা মাথায় আসে তাহলে আরও একবার ভেবে দেখার সময় এসেছে। পুরনো চপ্পল পুরনো জিনস দিয়ে বা অন্য অনেক সামগ্রী দিয়ে আবার নতুন করে সাজিয়ে নেওয়া যেতে পারে।
ঘর সাজানো
ছেঁড়া বাতিল চপ্পল দিয়ে কিন্তু দারুণ স্টাইলে ঘর সাজানো যায়। শুনে চমকে উঠবেন অনেকেই! ভাববেন যে পায়ে পরার ছেঁড়া চটি সেই দিকে কীভাবে ঘর সাজানো যাবে? তার জন্য একটু শুধু আধুনিক আইডিয়া লাগবে। ধরা যাক কেউ বিচ বা সমুদ্র সৈকতে যেতে ভালোবাসেন। তাঁর ছেঁড়া বাতিল চপ্পল পর পর সাজিয়ে তিনি একটা স্টেটমেন্ট ঘর সাজানোর সামগ্রী তৈরি হতে পারেন। সেই চপ্পলগুলোতে আর কোথায় কোথায় বেড়াতে যাওয়া যেতে পারে সেটা খুব মিষ্টি করে লিখেও রেখে দেওয়া যেতে পারে। লিভিং রুমে এই অন্য ধাঁচের ঘর সাজানোর জিনিস দেখলে সবার সেদিকে চোখ যাবেই!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
হাওয়াই চটি ছিঁড়ে গেলে আর ফেলে দেবেন না! ঘরের হরেক কাজে আসবে এই ছেঁড়া চটিই, দেখে নিন কীভাবে!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement