TRENDING:

Garlic: দাঁতের ব‍্যথা থেকে সর্দি কাশি, একাধিক সমস‍্যায় মুক্তি দেবে রসুন! গন্ধের জন‍্য খেতে পারছেন না? তারও উপায় রইল

Last Updated:

আয়ুর্বেদ চিকিৎসক অজিত শর্মা জানালেন কোন ধরনের সমস‍্যার ক্ষেত্রে ব‍্যবহার করতে পারবেন রসুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। প্রবেশ করছে শীত। ফলে এই সময় বাড়ছে ঠান্ডার প্রকোপ। ঋতু পরিবর্তনের এই সময়ে সর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেন একাধিক ব‍্যক্তি। তবে রান্নাঘরের একটি মশলাই হয়ে উঠতে ঠান্ডা লাগা-সহ হরেক সমস‍্যার বিরুদ্ধে আপনার হাতিয়ার।
দাঁতের ব‍্যথা থেকে সর্দি কাশি, একাধিক সমস‍্যায় মুক্তি দেবে রসুন! গন্ধের জন‍্য খেতে পারছেন না? তারও উপায় রইল
দাঁতের ব‍্যথা থেকে সর্দি কাশি, একাধিক সমস‍্যায় মুক্তি দেবে রসুন! গন্ধের জন‍্য খেতে পারছেন না? তারও উপায় রইল
advertisement

প্রত‍্যেক রান্নাঘরেই মজুদ থাকে রসুন। এই একটি মশলার প্রচুর গুণ। আয়ুর্বেদ চিকিৎসক অজিত শর্মা জানালেন কোন ধরনের সমস‍্যার ক্ষেত্রে ব‍্যবহার করতে পারবেন রসুন। চিকি‍ত্‍সকরে মতে কেবলমাত্র সর্দি কাশিতেই নয়, দাঁতের ব‍্যথার সমস‍্যাতেও এটি বিশেষ উপকারী। শুধু তাই নয়, হার্টের জন‍্যেও অত‍্যন্ত উপকারী রসুন।

আরও পড়ুন: আগাছা নয়, অসম্ভব উপকারী! ঠান্ডা লাগার সমস‍্যা দূর হবে এই কালো বীজে

advertisement

রসুন শরীরে রক্ত সঞ্চালন ভাল করে। দেহের টক্সিন দূর করতেও রসুনের ভূমিকা রয়েছে। রসুন খাওয়া ওজন কমাতেও সহায়ক। তবে কাঁচা রসুন অনেকেই খেতে পারেন না। কারণ এর তীব্র গন্ধ। তবে এই গন্ধের মোকাবিলা করতে চাইলে রসুনকে শুকনো খোলায় ভেজে নিতে পারেন। এতে রসুনের তীব্র গন্ধ অনেকটাই চলে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রসুনে প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট, আয়রন পাওয়া গেলেও এর পাশাপাশি এতে ভিটামিন এ, বি, সি এবং সালফিউরিক অ্যাসিড রয়েছে। এর সেবনে অনেক সংক্রামক রোগ নিরাময় করা গেলেও এর প্রভাব গরম। এমন পরিস্থিতিতে গ্রীষ্মের মৌসুমে এটি কম পরিমাণেই ব্যবহার করা উচিত।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Garlic: দাঁতের ব‍্যথা থেকে সর্দি কাশি, একাধিক সমস‍্যায় মুক্তি দেবে রসুন! গন্ধের জন‍্য খেতে পারছেন না? তারও উপায় রইল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল