ফল ফুল আনতে গাছে কী খাবার দেবেন সেটা নিয়ে চিন্তিত? পরামর্শ দিলেন গাছ বিশেষজ্ঞ তপনেন্দু চক্রবর্তী। তাঁর কথায়, “মানুষের মতো গাছেদেরও কিন্তু খাবার প্রয়োজন। গাছে সঠিক খাবার না দিলে গাছ কিন্তু মরে যায়। তাই গাছের খাবার নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে গাছের গোড়ায় দিন চা পাতা। এক্ষেত্রে আপনারা গাছের গোড়ায় সরাসরি চা পাতা দিতে পারেন। অথবা চা বানানোর পরে যে অবশিষ্ট চা পাতা বেঁচে যায় সেটিও ভাল ভাবে ধুয়ে তারপর গাছে দিতে পারেন।
advertisement
তবে বাজার থেকে সস্তা খোলা চা পাতা এনে সরাসরি গাছে দিলে সব থেকে উপকার। খোলা চা পাতায় নাইট্রোজেনের পরিমাণ থাকবে, ১.৫%। আর চা বানানোর পরে উচ্ছিষ্ট চা পাতায় নাইট্রোজেনের পরিমাণ থাকে .০১%। যদিও সেদ্ধ করার পরে চা পাতাটি গাছের গোড়ায় দিলে তেমন একটা উপকারে লাগে না।
তবে এক্ষেত্রে মনে রাখবেন গাছে যে চা পাতা দিচ্ছেন সেই চা পাতায় যেন মিষ্টি বা চিনি না থাকে। এবার এই চা পাতা এক টেবিল চামচ মত গাছের টবে দিয়ে দিন। হালকা হাতে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন।
নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে ফলে পাতা হলুদ হয়ে যায় । এবং গাছ খাবারও তৈরি করতে পারেনা। এক্ষেত্রে চা পাতা জলে দুই তিন দিন ভিজিয়ে রাখুন। তারপর ছেঁকে নিয়ে সেই জল গাছের গায়ে স্প্রে করতে পারেন। গাছে নাইট্রোজেনের অভাব পূরণ করবে এই চা পাতা।
তবে সরাসরি টি ব্যাগ দেবেন না গাছের টবে। টি ব্যাগে ব্যবহৃত উপাদান মাটির সঙ্গে মিশতে অনেক সময় নেয়। এছাড়াও গরম চা ভুলেও দেবেন না গাছের শিকড়ে। ঠান্ডা হলে তবেই গাছের শিকড়ে চা পাতা ব্যবহার করবেন। এই কিছু নিয়ম মেনে আপনার ছাদ বাগানের বিভিন্ন গাছে ব্যবহার করুন চা পাতা। আর অল্প কিছুদিন পরেই গাছে দেখবেন ফুল ফল।
পিয়া গুপ্তা





