ঝিঙে: ঝিঙে চাষ করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় মাচার। বাড়ির পাশে সামান্য জমিতে মাচা তৈরি করে এই সময় ঝিঙে চাষ করতে পারেন। বাজার থেকে ঝিঙের বীজ এনে লাগিয়ে দিতে হবে। দুই থেকে তিন মাস পর আপনি ঝিঙের ভাল ফলন পেয়ে যাবেন।
advertisement
বেগুন: এই গরমে বেগুন চাষের জন্য ভীষণ উপযুক্ত। বেগুন চাষের জন্য সূর্যালোকের প্রয়োজন হয়। তাই রোদ পড়েএমন জায়গায় বেছে নিতে হবে এই বেগুন চাষের জন্য। বীজ বপনের দুই থেকে তিন মাসের মধ্যেই আপনি বেগুন পেয়ে যাবেন।
বরবটি: বর্তমানে বরবটি চাষ ভীষণ লাভজনক। বাড়িতে বড় কোন টবেও আপনি চাষ করতে পারেন। টবের মাটিতে বীজ লাগিয়ে দিলেই সাত থেকে আট দিন পর বীজ থেকে চারা পেয়ে যাবেন। তারপর সার দিয়ে এই বরবটির পরিচর্যা করুন। ৪৫ থেকে ৫০ দিন পরেই এই গাছ থেকে আপনি বরবটি পেয়ে যাবেন।
তবে এই সবজিগুলো চাষ করার আগে মাথায় রাখবেন সবজিতে কোনওরকম রাসায়নিক সার ব্যবহার করবেন না। এই সবজিতে সার হিসেবে আপনি নিম জাতীয় ওষুধ নিমাটো ব্যবহার করতে পারেন। সবজিতে নিমাটো বা নিম জাতীয় ওষুধ ব্যবহার করা উচিত। কোনওরকম রাসায়নিক সার ব্যবহার করা উচিত নয়। তাই দেরি না করে এই এপ্রিলেই বাড়ির সামান্য জায়গায় চাষ করুন এই সবজিগুলো।
পিয়া গুপ্তা