তা কি এই কাকলী? কাকলী আসলে এক ফার্নিচারের দোকানের নাম। তাও বাংলাদেশের। তা তারা কি করেছে? একটি বিজ্ঞাপন বানিয়েছে। যেখানে দুটি বাচ্চা মেয়ে সোফার ওপর ঝাপাচ্ছে, চেয়ারে দুলছে আর মুখে বলছে 'দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার।' ব্যস আর যাবে কোথায় এই বিজ্ঞাপন মন জয় করে ফেলেছে নেট নাগরিকদের। সকাল থেকে ফেসবুক খুললেই করোনাকে হারিয়ে তরতর করে লাফাচ্ছেন কাকলী। নেট নাগরিকরাই এর নাম দিয়েছেন কাকলী ভাইরাস।
advertisement
তবে শুধু নাম দিয়ে ছাড়েননি। বেচার রণবীর সিং থেকে মিষ্টার বিন সকলকে টেনে এনেছেন। রণবীর সিং নাকি কাকলী ফার্নিচারের বিজ্ঞাপন করছেন? আসলে মিমারদের কাজ এসব। তাঁরা রণবীরের বিজ্ঞাপনে জুড়ে দিয়েছেন কাকলীকে। ওদিকে আবার কেউ মিস্টার বিনের সঙ্গে জুড়লেন কাকলীকে।
এখানেই শেষ নেই, আবার অনেকে এমন ভিডিও বানিয়েছেন যা দেখলে আপনি হেসেখুন হবেন। করোনা কালে মানুষের জীবনমৃত্যু খবর আর আতঙ্কে ঘেরা। এই সময়ে এই কাকলী যেন ফের হাসির রোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। মানুষের মন কিছুটা হলেও আনন্দ ছড়িয়েছে। অনেকে বেজায় বিরক্তও হয়েছেন। তবে মিমাররা রাতারাতি কাকলীকে ফেমাস করে দিয়েছেন। এমন এমন সব ভিডিও বানিয়েছেন যা এখন শুধুই ভাইরাল।