আরও পড়ুন : রবিবার দুপুরে মটন খান নিশ্চিন্তে !
সন্তান বড় হলে বাবা-মা বন্ধু হয়ে যান ৷ ছাত্রেরা বড় হলে শিক্ষকেরা তাঁদের বন্ধটু হয়ে যান, ভাই-বোনের মধ্যেও যেন একটা আলাদা বন্ধুত্ব থাকে ৷ তা না হলে কখনই জমেনা খুনসুঁটি ৷ ডাক্তার ও রোগীর মধ্যেও একটি বন্ধুত্বের সম্পর্ক থাকে যার মাধ্যমেই রোগী নিশ্চিন্তে ডাক্তারের হাতে নিজের জীবনের দায়িত্ব তুলে দিতে পারে ৷ ভালবাসারও প্রাথমিক শর্ত আছে ৷ তবে ভালবাসার আবার শর্ত ? এই ক্ষেত্রে শর্ত না বলে যদি দায়বদ্ধতা বলা হয় তবে বলাই যেতে পারে ভালবাসার অন্য নাম বন্ধুত্ব ৷
advertisement
আরও পড়ুন : রোজ টম্যাটো রাখুন খাদ্য তালিকায়, বাঁচবেন অনেক মারণ রোগের হাত থেকে
সঙ্গী যদি ভাল বন্ধু না হয়ে উঠতে পারে তাহলে কোনও দিনও ভালবাসা ভাল বাসা-তে পরিণত হয়না ৷ এমনিতেই বন্ধুত্বের বিশেষ কোনও দিন হয়না ৷ বন্ধুত্ব অপার, গভীর প্রতিদিনই ফ্রেন্ডশিপ ডে ৷ আলাদা করে উদযাপনের দরকরা হয়না ৷ এই দিনটির উৎপত্তি হয়েছে ৷ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ফ্রেন্ডসিপ ডে পালন করলেও ভারতে অগাস্ট মাসের প্রথম রবিবারই ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালন করা হয় ৷
আরও পড়ুন : চুমু খেতে চাই নরম ঠোঁট, জানুন কম খরচের ঘরোয়া টোটকা
অন্য কিছু নয়, বন্ধু বা বন্ধুত্বের দীর্ঘায়ু কামনাই এই দিনের প্রধান লক্ষ ৷ ভাললাগার বন্ধুত্ব ফ্রেন্ডশিপ ভালবাসায় পরিণত হওয়াই বন্ধুত্ব ৷ ভাললাগা আর ভালবাসা এই দু'য়ের মাঝেতে তফাৎ ঢের, ভাললাগা হল চোখের ভুল আর ভালবাসাহল মনের বেড়, ভাললাগা হল ভারী ব্যাকুলতা দেখবে কখন সে তার মুখ, ভালবাসা হল সে যে ভাল আছে এটুকু জেনেই মনের সুখ ৷ প্রতিদিন প্রতি মুহূর্তে ভাল থেকো, প্রিয় বন্ধু ৷