আমন্ড প্যাক
৪-৫টা আমন্ড বাদাম সারা রাত দুধে ভিজিয়ে রাখতে হবে। তারপর সকালে খোসা ছাড়িয়ে দুধ দিয়ে বেটে নিয়ে সেটা মুখে প্রলেপ হিসাবে লাগাতে হবে। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকে মুখে আভা আসবে।
টম্যাটো লেবুর মাস্ক
দুটো টম্যাটো থেঁতো করে নিতে হবে। তার মধ্যে এর মধ্যে দুই টেবিল চামচ লেবুর রস দিতে হবে। এই প্যাক গলায় ও ঘাড়ে লাগাতে হবে। ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাকে ত্বক উজ্জ্বল হবে এবং দাগ ছোপ দূর হবে।
advertisement
আরও পড়ুন: ভর সন্ধ্যায় রাস্তার উপরে যুবতীকে কুপিয়ে খুন করল দুই আততায়ী! চাঞ্চল্য বহরমপুরে
ওটস ও মধুর ফেসপ্যাক
ওটস আর মধু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে ওটস একটু নরম হয়। মুখে লাগানোর আগে ওটস গুঁড়ো করে নিতে হবে যাতে মুখে লাগাতে সুবিধা হয়। প্যাক শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে।
অ্যালো ভেরা ও গ্লিসারিন মাস্ক
অ্যালো ভেরা ও গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখে লাগাতে হবে। ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন: রেল স্টেশনের স্বামী সন্তানের সামনে প্রেগন্যান্ট মহিলাকে টেনে নিয়ে চলল পাশবিক অত্যাচার
লেবু ও দুধের ক্রিমের মাস্ক
এক টেবিল চামচ দুধের ক্রিমের সঙ্গে ১/৪ টেবিল চামচ লেবুর রস মেশাতে হবে। এটা মুখে সারা রাত লাগিয়ে রাখতে হবে। সকালে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
দই ও কলার মাস্ক
জল ঝরানো দই দুই টেবিল চামচ নিয়ে তার মধ্যে পাকা কলা ও এক টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক বানাতে হবে। পুরো শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।