TRENDING:

পা ও পেটে এই লক্ষণগুলো রয়েছে? সাবধান না হলে ফ্যাটি লিভারে ভুগতে হবে

Last Updated:

Fatty Liver: লিভারে অতিরিক্ত চর্বি জমা হলে ফ্যাটি লিভার রোগ হয়। এটা বিভিন্ন কারণে হতে পারে। সবচেয়ে বেশি হয় অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শরীরের অভ্যন্তরের সবচেয়ে বড় অঙ্গ হল লিভার। হৃদপিণ্ড এবং মস্তিষ্কের মতোই সমান গুরুত্বপূর্ণ এবং জটিল। চোট আঘাত পাবার সম্ভাবনা বেশি থাকে। তবে লিভারের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যা হল ফ্যাটি লিভার ডিজিজ।
লিভারের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যা হল ফ্যাটি লিভার ডিজিজ
লিভারের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যা হল ফ্যাটি লিভার ডিজিজ
advertisement

ফ্যাটি লিভার ডিজিজ কেন হয়: লিভারে অতিরিক্ত চর্বি জমা হলে ফ্যাটি লিভার রোগ হয়। এটা বিভিন্ন কারণে হতে পারে। সবচেয়ে বেশি হয় অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে।অ্যালকোহলযুক্ত পানীয় লিভার স্টোরকে ভেঙে ফেলার পরিবর্তে আরও চর্বি তৈরি করে। এনএএফএলডি বা নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হল অন্য ধরনের ফ্যাটি লিভার ডিজিজ, যা মূলত স্থূলতা, টাইপ ২ ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স, রক্তে উচ্চ মাত্রার চর্বি (ট্রাইগ্লিসারাইড) এবং মেটাবলিক সিন্ড্রোমের মতো কারণের কারণে ঘটে। এছাড়া বয়স, জেনেটিক্স, নির্দিষ্ট ওষুধ এবং গর্ভাবস্থা ফ্যাটি লিভার রোগের ঝুঁকির কারণ হতে পারে।

advertisement

পা এবং পেটে প্রভাব পড়ে: ফ্যাটি লিভার রোগ প্রতিরোধের চাবিকাঠি হল প্রাথমিক রোগ নির্ণয়। যদি রোগটি সময়মতো সনাক্ত না করা হয় বা চিকিৎসা না করা হয় তাহলে বাড়াবাড়ি হতে পারে। অবস্থার অবনতি হলে পা, পেটে সমস্যা শুরু হয়। ক্রমাগত চর্বি জমার ফলে শরীর জ্বালা করে। যা একপর্যায়ে এনএএসএইচ (নন-অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস) নামক আরেকটি রোগের কারণ হয়ে দাঁড়ায়।

advertisement

আরও পড়ুন :  এই লক্ষণগুলো দেখলেই সাবধান হন, মৃগী হতে পারে, কথা বলুন ডাক্তারের সঙ্গেও

নন-অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস: নন-অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস লিভারের অতিরিক্ত চর্বি কোষের কারণে প্রদাহকে বোঝায়। রোগটা দীর্ঘস্থায়ী হলে লিভারের স্থায়ী ক্ষতি বা সিরোসিস হতে পারে। নন-অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস রোগীদের পা ফুলে যায়, পেটে তরল জমে। এটা লিভারের মধ্য দিয়ে রক্ত সঞ্চালনকারী শিরায় বর্ধিত চাপের কারণে ঘটে, যা পোর্টাল শিরা নামে পরিচিত। শিরায় ক্রমবর্ধমান চাপের ফলে পা, গোড়ালি এবং পেট সহ শরীরে তরল জমা হয়।

advertisement

অন্যান্য লক্ষণ: বেশি চাপ পড়লে পোর্টাল শিরা ফেটে যেতে পারে। এতে অভ্যন্তরীণ রক্তপাতের সম্ভাবনা থাকে। তাই মল বা বমিতে রক্ত থাকলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এছাড়া চোখ এবং ত্বক হলুদ হয়ে যাওয়া লিভারের ক্ষতির আরেকটি সাধারণ লক্ষণ। এছাড়া চুলকানি, দ্রুত ওজন হ্রাস, ত্বকে মাকড়সার জালের মতো ছোপ, বমি বমি ভাব, ক্ষুধা হ্রাস এবং ক্লান্তি হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পা ও পেটে এই লক্ষণগুলো রয়েছে? সাবধান না হলে ফ্যাটি লিভারে ভুগতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল