বোহো সাজের মজা হল, এটি এমনই এক লুক যাতে বলিউড তারকা থেকে থেকে আপনি, রঙে টইটুম্বুর হয়ে চমকে দিতে পারেন যে কেউ। অনেক পুরোনো পোশাকও নতুন গয়না নতুন একসেসরিজ দিয়ে একদম অন্যরকম মুড তৈরী করতে পারে।
advertisement
গরমের আউটডোরে একটু অন্য চেহারা পেতে চান। কমফর্টেবল জামা পরতে ইচ্ছে করছে দিকে? আপনার কাছে একটাই উপায়-বোহেমিয়ান লুকে নজর কাড়ুন অফিস, পথঘাট বা অনলাইন গ্রুপ মিটে। এক্ষেত্রে জামার রঙ বাছুন খুব হাল্কা, হালকা হলুদ, বেবি পিঙ্ক, আকাশি, হালকা সবুজ। সাদা তো গরম কালের রঙ। সাদা তাই-ই আপনার চয়েসে প্রথমে থাকা উচিৎ। ফ্লোরাল প্রিন্ট, গ্রাফিক্যাল প্রিন্ট বা স্ট্রাইপ প্রিন্টে খুব ফ্রেশ দেখাবে আপনাকে।
বোহেমিয়ান স্টাইল মূলত ৬০-এর দশক থেকে ৭০-এর দশকে ঢিলেঢালা সুতির জামায় ফ্যাশন হত। এতে একটা ক্যাজ়ুয়াল অথচ কমফর্টেবল লুক আসত, যা ‘বোহেমিয়ান’ নামে পরিচিত। সেই বোহেমিয়ান ফ্যাশনই এখন বলিউডে দারুণ জনপ্রিয়। বোহেমিয়ান ফ্যশন বললেই প্রথম যে যে ড্রেসগুলোর কথা মাথায় আসে: ম্যাক্সি, মিডি, কাফতান, ঢোলা ওয়ান পিস জামা, পালাজ়ো ইত্যাদি।
ডিজাইনার শ্রুতি সাঞ্ছেতির জানিয়েছেন, গরমকালে ফ্লোরাল বা ট্রাইব্য়াল প্রিন্টের একটা ম্যাক্সি ড্রেস বা ঢিলেঢালা ওয়ান পিস আপনাকে সম্পূর্ণ করে তুলতে পারে। তারসঙ্গে টপ নট করে বাঁধা চুল, কানে জব্বর একটা দুল, স্লিঙ ব্যাগ, কভার সু আর একটা ডার্ক লিপস্টিক।
তিনিই এখন ব্র্যান্ড! তাঁর নামেই পুরুলিয়ার প্রসিদ্ধ মিষ্টির নামকরণ, স্বাদে-গন্ধে অতুলনীয়
আরও দেখুন আপনার ফ্যশন স্টেটমেন্ট হোক কমফর্টেবল এবং কুল। রেডি হয়ে যান ভিডিয়ো কলে মিটিং-এর জন্য। ডিজাইনার অনুশ্রী পারেখের আবার মত, ক্যাজ় কাফতানের সঙ্গে আপনার ফ্যাশন গোল বানাতে। হালকা সুতি এবং মলমলের ম্যাক্সি জামায় আপনি হয়ে উঠুন প্রাণবন্ত। আর সঙ্গে থাকুক হালকা কিছু রূপোর গয়না। আপনার সাজ নজর কাড়বে যে কোনও উৎসবেই।