TRENDING:

Face Cream: বাড়িতে বানান এই ক্রিম, আপনার মুখের লাবণ্য দেখে তারিফ করবেই সকলে!

Last Updated:

Face Cream: সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই অনেক ধরনের বিউটি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। সেগুলো যে সব সময় খারাপ হয় তা নয়, তবে তাতে রাসায়নিক থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অনেক সময় ত্বকের জন্য অনেক কিছু করলেও ত্বক বিবর্ণ আর শুষ্ক হয়ে যায়। বয়সের অনেক আগেই ত্বক বুড়িয়ে যায়। প্রতিদিন বাইরে যাওয়ার কারণে মুখ মলিন ও প্রাণহীন দেখাতে শুরু করে। ত্বক কালো হওয়ার সঙ্গে সঙ্গে নাকের চারপাশে ব্ল্যাকহেডস, ছোট ছোট পিম্পল ইত্যাদির সমস্যাও হতে শুরু করে। তবে এসব সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই অনেক ধরনের বিউটি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। সেগুলো যে সব সময় খারাপ হয় তা নয়, তবে তাতে রাসায়নিক থাকে।
মুখ থাকবে লাবণ্যে ভরা
মুখ থাকবে লাবণ্যে ভরা
advertisement

বাজারে অনেক পণ্য পাওয়া গেলেও ঘরে তৈরি একটি ক্রিম কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে।

বাড়িতে তৈরি কোকো বাটার ক্রিম

ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন কোকো বাটার একটি খুব ভাল উপাদান। তাছাড়া এই উপাদান ত্বকের টোন অপরিবর্তিত রাখে।

উপাদান

৪ টেবিল চামচ কোকো বাটার

advertisement

১ চা চামচ গোলাপ জল

২ চামচ নারকেল তেল

২ চা চামচ ভার্জিন তেল

আরও পড়ুন: এই শীতে উদ্ভাসিত হয়ে উঠুন লাবণ্যপ্রভায়! রইল প্রাণবন্ত ত্বক পাওয়ার সহজ ৭ হ্যাক

পদ্ধতি

বয়লারে সমস্ত উপাদান রেখে গরম করতে হবে।

যতক্ষণ না সমস্ত জিনিস ভালভাবে দ্রবীভূত হয় উপাদানগুলো ফোটাতে হবে।

advertisement

এবার বয়লার বন্ধ করে ঠান্ডা হলেই ক্রিম প্রস্তুত।

মনে রাখতে হবে এই ক্রিম তৈলাক্ত ত্বকের জন্য নয়।

বাড়িতে তৈরি অ্যালো ভেরা ক্রিম

আরও পড়ুন: বিয়ে বাড়িতে শাড়ির সঙ্গে জমিয়ে দিন শীতপোশাকের সঙ্গত, এই ফ্যাশন সম্পর্কে অবশ্যই জানুন

উপাদান

৪ চা চামচ অ্যালো ভেরা জেল

২ চামচ নারকেল তেল

advertisement

আধ চা চামচ ভিটামিন-ই তেল

কয়েক ফোঁটা এসেনসিয়াল তেল

পদ্ধতি

অ্যালোভেরা জেল ব্লেন্ডারে কাদা কাদা করে নিতে হবে।

তারপর মাইক্রোওয়েভ বা ডাবল বয়লারে নারকেল তেল গলিয়ে ব্লেন্ডারে দিতে হবে। এছাড়াও, ভিটামিন-ই তেল যোগ করতে হবে।

মিশ্রণটি কয়েক মিনিট ফেটিয়ে নিয়ে পছন্দের কোনও এসেনসিয়াল অয়েলের কয়েক ফোঁটা মিশিয়ে নিয়ে ব্যবহার করতে হবে।

advertisement

মনে রাখতে হবে

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখ শুষ্ক হয়ে যায় এবং বলিরেখার সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে মুখে নিয়মিত ময়েশ্চারাইজার লাগালে ভাল হবে।

ত্বক ভাল রাখতে ঘরে তৈরি মাস্ক ব্যবহার করা যায় যেমন, তেমনই ত্বকে শসা লাগালেও উপকার পাওয়া যায়।

মুখে ব্রণ থাকলে রেটিনয়েড ব্যবহার করতে হবে কারণ এটি বলিরেখার জন্য খুবই উপকারী বলে পরিচিত।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Face Cream: বাড়িতে বানান এই ক্রিম, আপনার মুখের লাবণ্য দেখে তারিফ করবেই সকলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল