এমন অনেকেই আছেন, যাঁরা আইড্রপ-এর সিল খোলার পর তা লম্বা সময় ধরে ব্যবহার করে যান। বলা ভাল, যতক্ষণ তা বোতল শেষ হচ্ছে, ব্যবহার চলতেই থাকে। কিন্তু এই অভ্যাস ভয়ঙ্কর! চক্ষু বিশেষজ্ঞ বলছেন আইড্রপ-এর সিল খোলার পর ২৮ দিন পর্যন্ত সেটি ব্যবহার করা যায়।
চক্ষু বিশেষজ্ঞ ডঃ রিচা পেয়ারে বলেন, '' চোখ খুবই স্পর্শকাতর অঙ্গ। চোখে আইড্রপ দিতে গেলে খুব সাবধানি হতে হবে। ২৮ দিন পেরিয়ে যাওয়া আইড্রপ ব্যবহার করলে চোখে ভয়াবহ সংক্রমণের ঝুঁকি থাকে।''
advertisement
তিনি আরও জানান, আইড্রপ-এ নানারকম প্রিজারভেটিভ থাকে যা চোখকে ব্যাকটেরিয়া, ফানগাস ও ভাইরাসের হাত থেকে রক্ষা করে। এমন অনেক ওষুধ রয়েছে, যেগুলোতে বহুদিন পর্যন্ত ব্যাকটেরিয়া কোনও প্রভাব ফেলতে পারে না। কিন্তু আইড্রপ-এর ক্ষেত্রে 'ডেডলাইন' ২৮ দিন। এর বেশি সময় পেরিয়ে যাওয় আইড্রপ ব্যবহার করলে নানা ধরনের ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। এক্সপায়ার হয়ে যাওয়া আইড্রপ ব্যবহার করলে চোখের মনি সাদা হয়ে যেতে পারে, মনি চিরতরে নষ্ট-ও হয়ে যেতে পারে। হতে পারে কনজাংটিভাইটিস এমনকি দৃষ্টিশক্তিও কমে যেতে পারে।১ মাসের মেয়াদ অতিক্রান্ত আইড্রপ ব্যবহার করলে চোখ লাল হয়ে যেতে পারে। দেখা দেয় চোখের চুলকানি, চোখ দিয়ে জল পড়ার মত উপসর্গও