TRENDING:

Eyebrow: ভ্রু-র গড়ন দেখেই বোঝা যাবে ব্যক্তির স্বভাব, জোড়া ভ্রু থাকলে এই গুণটি থাকবেই

Last Updated:

Eyebrow: ভ্রু-র আকৃতি দিয়েও মানুষের প্রকৃতি সম্পর্কে একটা আন্দাজ করা যায়। কোনও কোনও মানুষের ভ্রু জোড়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মানুষের দেহের গড়ন না কি তাঁর ব্যক্তিত্ব সম্পর্কেও বলে দিতে পারে। হাত, পা, আঙুল, চুলের দৈর্ঘ দিয়েও মানুষের চরিত্র এবং তাঁর স্বভাব সম্পর্কে বলে দেওয়া যায় স্পষ্ট। অন্তত তেমনই মনে করা হয়।
ভ্রু-র গড়ন দেখেই বোঝা যাবে ব্যক্তির স্বভাব
ভ্রু-র গড়ন দেখেই বোঝা যাবে ব্যক্তির স্বভাব
advertisement

ভ্রু-র আকৃতি দিয়েও মানুষের প্রকৃতি সম্পর্কে একটা আন্দাজ করা যায়। কোনও কোনও মানুষের ভ্রু জোড়া হয়। অনেকে এই জোড়া ভ্রু-কে অসৌন্দর্য বলে মনে করেন। আবার অনেকেই মনে করেন জোড়া ভ্রু-র একটা আলাদা সৌন্দর্য। বেশির ভাগ মানুষেরই কপালের উপর একটি ভ্রু থেকে অন্য ভ্রু-টি খানিকটা দূরে থাকে।

দেখে নেওয়া যাক কেমন ভ্রু হলে, ব্যক্তিত্বের উপর তার কেমন প্রভাব পড়ে।

advertisement

যাঁদের কপালে একটি ভ্রু থেকে অন্যটি বেশ দূরে অবস্থিত, মনে করা হয় তাঁদের চরিত্রে প্রেমময়, সহানুভূতিশীল প্রকৃতি থাকে। গভীর সহানুভূতির কারণেই এঁদের মধ্যে অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত উদ্বেগ তৈরি হতে পারে। তবে এই প্রবণতা সত্ত্বেও, এই ধরনের মানুষের মন সরল ও সহজবোধ্য হয়ে থাকে। এঁরা সকলের সঙ্গে সরাসরি কথা বলতেই ভালবাসেন।

advertisement

আরও পড়ুন: ইডির ডাকের কারণে যেতে পারেননি, ‘নিজের’ জায়গায় পা রেখেই প্রবল হুঁশিয়ারি অভিষেকের

তবে এই ধরনের মানুষের সংবেদনশীলতা বাইরে থেকে ব্যবহার করা হতে পারে। তার ফলে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মধ্যে পড়ে যেতে পারে। তাই সতর্ক থাকতে হবে। সমস্ত পদক্ষেপ সাবধানতার সঙ্গে করতে হবে। এঁরা খুব ভাল শ্রোতা। তাই সকলের আস্থাভাজন হয়ে উঠতে পারেন।

advertisement

জোড়া ভ্রুর বিশেষত্ব—

যাঁদের জোড়া ভ্রু থাকে, তাঁরা সাধারণত একটু ডাকাবুকো স্বভাবের হয়ে থাকেন। নিজের মধ্যে থাকতেই ভালবাসেন এঁরা। এই ধরনের ভ্রু যাঁদের থাকে, তাঁরা সাধারণত স্বভাবের দিক থেকে মৌলিকত্বের অধিকারী হয়ে থাকেন।

আরও পড়ুন: বেড়াতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বোর্ডিং পাসের ছবি দিচ্ছে? বিপদ নাচছে কপালে

এঁদের ব্যক্তিত্বে একটা আকর্ষণীয় বিষয় থাকে। এঁরা প্রাণবন্ত কল্পনাপ্রবণ হয়ে থাকেন। একটি সৃজনশীলতা থাকে এঁদের মন জুড়ে। ঐতিহ্যগত শিল্প সাধনার প্রতি আকর্ষণ না থাকলেও সব সময়ই নিজেকে প্রমাণ করার দিকে নজর থাকে।

advertisement

কল্পনাপ্রবণতার প্রতিও এঁদের একটা আকর্ষণ থাকে। সব সময় নতুন নতুন উত্তেজনাময় অভিজ্ঞতার সন্ধান করে থাকেন।

এঁদের উদার হৃদয় সব সময়ই অন্যদের কাছে প্রকাশিত হয়ে থাকে। তবে কোনও ভাবেই কোনও অন্যায়কে সমর্থন করার বা সহ্য করার মতো স্থৈর্য থাকে না। তবে এঁদের মধ্যে মানসিক অস্থিরতা তৈরির প্রবণতা থাকতে পারে। অপছন্দের জিনিসে এঁরা সহজেই বিরক্ত হয়ে যান।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eyebrow: ভ্রু-র গড়ন দেখেই বোঝা যাবে ব্যক্তির স্বভাব, জোড়া ভ্রু থাকলে এই গুণটি থাকবেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল