Abhishek Banerjee: ইডির ডাকের কারণে যেতে পারেননি, 'নিজের' জায়গায় পা রেখেই প্রবল হুঁশিয়ারি অভিষেকের

Last Updated:

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''গতকাল হঠাৎ করে ইডি অফিসে আমাকে ডাকা হয়, ইচ্ছে না থাকলেও আমাকে পৌঁছতে হয়েছিল, তাই একদিন পিছোতে হল এই কর্মসূচি।''

হুঁশিয়ারি অভিষেকের
হুঁশিয়ারি অভিষেকের
কলকাতা: বৃহস্পতিবার ১ ঘণ্টারও কম সময়ে সিজিও কমপ্লেক্স ছেড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির কাছে ৬ হাজার পাতার উত্তর দিয়েছেন তিনি। ভবিষ্যতেও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ। যদিও বৃহস্পতিবার ইডি দফতরে যাওয়ার কারণে গতকাল নিজের লোকসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান বাতিল করেছিলেন অভিষেক। সেই অনুষ্ঠান হল আজ, শুক্রবার। আর সেখান থেকেই তীব্র আক্রমণ শানালেন তৃণমূল শীর্ষ নেতা।
অভিষেক বলেন, ”গতকাল হঠাৎ করে ইডি অফিসে আমাকে ডাকা হয়, ইচ্ছে না থাকলেও আমাকে পৌঁছতে হয়েছিল, তাই একদিন পিছোতে হল এই কর্মসূচি। তৃণমূলের সঙ্গে লড়াই না করতে পেরে বিজেপি এজেন্সিকে কাজে লাগাচ্ছে।”
advertisement
তৃণমূলের সংযোজন, ”যেদিন যেদিন আমার ঘোষিত কর্মসূচি থাকে, সেদিনই আমাকে ডাকা হয়। ইডি দফতরে ৬ হাজার পাতর নথি দিয়েছি। ইডি দেখুক, আমি আমার অবস্থান পাল্টাই না। ৩৬ মাস পর আবারও বলছি, তখন কয়লা কাণ্ডে কিছু করতে পারেনি, তাই আবার নিয়োগ কেসে আমার ও আমার পরিবারকে ডাকা হচ্ছে, বিজেপির তাবড় তাবড় নেতারা ২০১৯ সালে এই ডায়মন্ড হারবারে দিনের পর দিন বসেছিল, প্রধানমন্ত্রী সভা করে গিয়েছেন।”
advertisement
রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ”আমি বহিরাগতদের কাছে মাথা নত করব না, মানুষের কাছে মাথা নত করব। ২০১৪ সালে ৭১ হাজার ভোটে জিতেছিলাম, ২০১৯ সালে ২ লক্ষের বেশি ভোটে জিতেছিলাম, নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছিল ওরা, মাতৃশক্তি যাঁর সঙ্গে থাকে, তাকে কেউ পরাজিত করতে পারবে না।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ইডির ডাকের কারণে যেতে পারেননি, 'নিজের' জায়গায় পা রেখেই প্রবল হুঁশিয়ারি অভিষেকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement