Jyotipriya Mallick: শরীরের এ কী অবস্থা জ্যোতিপ্রিয়র! যা দাবি করলেন মন্ত্রী, রীতিমতো আশঙ্কা ছড়াল

Last Updated:

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ''আমার শরীরটা খুব খারাপ। আমার বাম হাত ও পা দুটি প্রায় প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে।''

জ্যোতিপ্রিয়র শরীর ভাল নেই
জ্যোতিপ্রিয়র শরীর ভাল নেই
কলকাতা: রেশন ‘দুর্নীতি’কাণ্ডে গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা ভাল নয় বলেই দাবি করলেন খোদ মন্ত্রী। শুক্রবার ইডি হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সে সময়ই নিজের শারীরিক অবস্থা নিয়ে যা মন্তব্য করলেন জ্যোতিপ্রিয়, তা রীতিমতো আশঙ্কার।
জ্যোতিপ্রিয় বলেন, ”আমার শরীরটা খুব খারাপ। আমার বাম হাত ও পা দুটি প্রায় প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে। শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার। আমি আপনাকে বলছি আমি হাসপাতালে যাচ্ছি। সুচিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি। আমি ফিরে আসব। আপনাদের সঙ্গে ১৩ তারিখ দেখা হবে। ব্যাঙ্কশাল কোর্টে দেখা হবে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। তাঁকে ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। যদিও আট রকমের রক্ত পরীক্ষা, জোড়া সিটি স্ক্যান এবং মনোবিদের পরামর্শের ভিত্তিতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সেই সময় জানিয়ে দিয়েছিলেন, জ্যোতিপ্রিয় একেবারে স্থিতিশীল। তাঁকে জেরা করার ক্ষেত্রে আর কোনও বাধা নেই।
advertisement
তারপর থেকে ইডির হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্রিয়। সম্প্রতি আদালতে যাওয়ার পথে তিনি দাবি করেছিলেন, তিনি মুক্ত। আদালত তাঁকে ছাড়ল বলে। কিন্তু ছাড়া পাননি মন্ত্রীমশাই। ফের তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর সেই হেফাজতে থাকাকালীনই মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। তখনই নিজের শরীর নিয়ে আশঙ্কা প্রকাশ করেন জ্যোতিপ্রিয় মল্লিক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: শরীরের এ কী অবস্থা জ্যোতিপ্রিয়র! যা দাবি করলেন মন্ত্রী, রীতিমতো আশঙ্কা ছড়াল
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement