Jyotipriya Mallick: শরীরের এ কী অবস্থা জ্যোতিপ্রিয়র! যা দাবি করলেন মন্ত্রী, রীতিমতো আশঙ্কা ছড়াল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ''আমার শরীরটা খুব খারাপ। আমার বাম হাত ও পা দুটি প্রায় প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে।''
কলকাতা: রেশন ‘দুর্নীতি’কাণ্ডে গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা ভাল নয় বলেই দাবি করলেন খোদ মন্ত্রী। শুক্রবার ইডি হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সে সময়ই নিজের শারীরিক অবস্থা নিয়ে যা মন্তব্য করলেন জ্যোতিপ্রিয়, তা রীতিমতো আশঙ্কার।
জ্যোতিপ্রিয় বলেন, ”আমার শরীরটা খুব খারাপ। আমার বাম হাত ও পা দুটি প্রায় প্যারালাইসিসের জায়গায় চলে যাচ্ছে। শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার। আমি আপনাকে বলছি আমি হাসপাতালে যাচ্ছি। সুচিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছি। আমি ফিরে আসব। আপনাদের সঙ্গে ১৩ তারিখ দেখা হবে। ব্যাঙ্কশাল কোর্টে দেখা হবে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। তাঁকে ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। যদিও আট রকমের রক্ত পরীক্ষা, জোড়া সিটি স্ক্যান এবং মনোবিদের পরামর্শের ভিত্তিতে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সেই সময় জানিয়ে দিয়েছিলেন, জ্যোতিপ্রিয় একেবারে স্থিতিশীল। তাঁকে জেরা করার ক্ষেত্রে আর কোনও বাধা নেই।
advertisement
তারপর থেকে ইডির হেফাজতেই রয়েছেন জ্যোতিপ্রিয়। সম্প্রতি আদালতে যাওয়ার পথে তিনি দাবি করেছিলেন, তিনি মুক্ত। আদালত তাঁকে ছাড়ল বলে। কিন্তু ছাড়া পাননি মন্ত্রীমশাই। ফের তাঁকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর সেই হেফাজতে থাকাকালীনই মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। তখনই নিজের শরীর নিয়ে আশঙ্কা প্রকাশ করেন জ্যোতিপ্রিয় মল্লিক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 12:11 PM IST