TRENDING:

চোখের নজরেই কাত করুন হৃদয়, পুজোয় ভরসা রাখুন আমন্ড ও ফক্স আই লুকে!

Last Updated:

আমন্ড এবং ফক্স আই-ই এবারের পুজোয় ট্রেন্ডিং হতে চলেছে। কেমন হবে চোখের সেই মেকআপ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাতে আর কয়েকদিন। তারপরেই ঢাকের বোলে আগমনীর সুর ছড়িয়ে পড়বে আকাশে, বাতাসে। কেনাকাটা প্রায় শেষ। এবার মেকআপের পালা। কোন দিন কেমন সাজে ঠাকুর দেখতে বেরোনো যায়, এখন তারই পরিকল্পনা। আর মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চোখ। কারণ চোখে চোখেই তো কথা হবে। সম্মোহিত করে দেওয়া যাবে সামনের জনকে।
advertisement

পটলচেরা চোখের কথা কে না শুনেছে! এবারের পুজোয় বরং চোখে থাকুক আমন্ডের বিস্তীর্ণভাব, শিয়ালের চোখের রহস্যময়তা। আরে হেঁয়ালি নয়, আমন্ড এবং ফক্স আই-ই এবারের পুজোয় ট্রেন্ডিং হতে চলেছে। কেমন হবে চোখের সেই মেকআপ? দেখে নেওয়া যাক সেটাই।

আমন্ড: এতে ফুটে উঠবে আমন্ডের আকৃতি। আনুভূমিক রেখায় চোখ হবে শোয়ানো ডিমের মতো। চোখের ভিতরের কোন নিচের দিকে কাত করা। নরম ছোঁয়ায় ভেজা ভেজা অনুভূতি। চোখের দুদিকের কোণ বাদামের আকৃতির, উভয় দিকেই ডিম্বাকার। টিয়ার ডাক্টের বৃত্তাকার আকৃতি অনুসরণ করে কালো জেল দিয়ে চোখের কোনের ভিতরের অংশটা সাজিয়ে তুলতে হবে। খুব গাঢ় নয়, হালকা নরম কালো রেখা। কালো রঙ-ই করতে হবে তার কোনও মানে নেই। বাদামি বা গাঢ় ধূসর রঙেও খেলা যায়।

advertisement

আরও পড়ুনপরলে লাগবে নজরকাড়া, দাম সাধ্যের মধ্যে! এমন স্টাইলেশ পোশাকের জুড়ি নেই

লোয়ার ল্যাশলাইন: প্রথমে আঁকতে হবে একটা গাঢ় বাদামি রেখা। তারপর সেটা স্মোকড করে দিতে হবে। যাতে লাইনটা সম্পূর্ণ না হয়ে একটা ইঙ্গিত রেখে যায়। এবার লাইনার দিয়ে চোখের বাইরে উপরের দিক এবং নিচের বাইরের কোণ বৃত্তাকার করে দিতে হবে। তারপর ওই অংশটা স্মোকড করে দিতে হবে। বাদামির বদলে কালো রঙ-ও ব্যবহার করা যায়।

advertisement

ফক্স আই: ফক্স আই-তে আমন্ডের মতো চওড়া নয় বরং তীক্ষ্ণ লুক আসবে। এতে সব রেখাই হবে তির্যক। চোখের ভিতরের কোনটা হবে তীক্ষ্ণ, পাখির ঠোঁটের মতো টানা, নিচটা কাত হয়ে যাবে। বাইরের উপরের কোণ প্রসারিত এবং শেষে কাত করে দিতে হবে। তীক্ষ্ণতা আনার জন্য চোখের ভিতরের কোণে খুব পাতলা কালো লাইনার ব্যবহার করা যায়। প্রথমে পেনসিল দিয়ে এঁকে নিলে সবচেয়ে ভাল হয়। সবশেষে ব্যবহার করতে হবে ফাউন্ডেশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মাথায় রাখতে হবে, ফক্স আই লুক মানেই কিন্তু অতিনাটকীয়তা। সিনেমা, সিরিয়ালে এই ধরনের মেকআপ সবচেয়ে বেশি দেখা যায়। তাই সকালে নয়, পুজোর রাতগুলোতে ফক্স আই লুক মেকআপ সবচেয়ে ভাল মানাবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চোখের নজরেই কাত করুন হৃদয়, পুজোয় ভরসা রাখুন আমন্ড ও ফক্স আই লুকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল