পরলে লাগবে নজরকাড়া, দাম সাধ্যের মধ্যে! এমন স্টাইলেশ পোশাকের জুড়ি নেই

Last Updated:

দেখতে স্টাইলিশ, ডিজাইনও নজরকাড়া। এখানে লেটেস্ট কিছু ডিজাইনের সন্ধান দেওয়া হল।

#কলকাতা: সেলিম আর আনারকলি। এক অমর প্রেম গাথা। প্রেম কাহিনী আজও ভারতবাসীর মুখে মুখে ফেরে। ইতালিয় সওদাগরের রূপবতী কন্যা। তাঁর প্রেমেই হাবুডুবু দেশের হবু বাদশা সেলিম। কিন্তু সম্রাট আকবর নারাজ। সেলিম আনারকলির প্রেম পরিণতি না পেলেও তা কালোত্তীর্ণের মর্যাদা পেয়েছে। রচিত হয়েছে একাধিক গাথা। পরবর্তীকালে সিনেমাও। আর তার স্মরণেই বাজারে এসেছে আনারকলি কুর্তি।
ইতালির সওদাগরের কন্যা কেমন পোশাক পরতেন, কেমন ছিল তাঁর সাজের ধরন সে সব জানা না গেলেও আনারকলি কুর্তি যে শুরুতেই হিট সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এবার পুজোতেও বাজার মাতাচ্ছে লেটেস্ট ডিজাইনের আনারকলি কুর্তি। দুর্গাপুজো তো বটেই, যে কোনও বড় উৎসব থেকে বিয়ে বাড়ি কিংবা পার্টিতেও অনায়াসে পরা যায় এই পোশাক। দেখতে স্টাইলিশ, ডিজাইনও নজরকাড়া। এখানে লেটেস্ট কিছু ডিজাইনের সন্ধান দেওয়া হল।
advertisement
আরও পড়ুন অন্তর্বাস থেকে পিঠের চর্বি যেন উঁকি না দেয়! ৪টি ব্যায়ামে এক সপ্তাহে পাবেন ফল
একরঙা সেলফ ওয়ার্ক আনারকলি কুর্তি: একরঙা পোশাকে স্টাইল করতে চাইলে এর থেকে ভাল কিছু হয় না। ফুল হাতা এই কুর্তি দেখতেও অসাধারণ। জমি জুড়ে সূক্ষ কাজ। আভিজাত্যের গমক ঘিরে রয়েছে যেন। এর সঙ্গে থাকছে একই রঙের নেটের ওড়না। চাইলে প্লেইন ওড়নাও নেওয়া যায়। এই পোশাকের সঙ্গে ন্যুড মেকআপই কিন্তু সবচেয়ে ভাল মানায়। চুল খোলাই থাক। কানে থাক বড় ঝুমকো। পায়ে স্লিপার থেকে হাই হিল- যা খুশি। বাজারে ২০০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে এই একরঙা আনারকলি কুর্তি।
advertisement
advertisement
আনারকলি কুর্তিতে এমব্রয়ডারির কাজ: জমকালো ডিজাইন পরতে চাইলে বেছে নিতে হবে এমব্রয়ডারির কাজের আনারকলি কুর্তি। চাইলে পাড়ার দর্জিকে দিয়ে পছন্দ মতো ডিজাইন করিয়ে নেওয়াও যায়। এর সঙ্গেই থাকছে নেটের ওড়না। এই পোশাকের সঙ্গে খোলা চুল-ই ভাল মানাবে। সঙ্গে হালকা মেকআপ। কানে ভারি দুল। বাজারে ২৫০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে এমব্রয়ডারি কাজের আনারকলি কুর্তি।
advertisement
জারকানের কাজ করা আনারকলি কুর্তি: পার্টি বা বিয়ে বাড়ির সাজের জন্য জারকানের কাজ করা আনারকলি কুর্তি একেবারে যথাযথ। এই পোশাকে একটা ক্লাসি লুক রয়েছে। স্টাইলিশ দেখায়। এর সঙ্গে থাকছে মখমলের ওড়না। চাইলে আনারকলির রঙ ও কাজ অনুযায়ী যে কোনও কাপড়ের ওড়নাও বেছে নেওয়া যায়। বাজারে জারকানের কাজ করা আনারকলি বিক্রি হচ্ছে ৩৫০০ থেকে ৫০০০ টাকায়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পরলে লাগবে নজরকাড়া, দাম সাধ্যের মধ্যে! এমন স্টাইলেশ পোশাকের জুড়ি নেই
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement