অন্তর্বাস থেকে পিঠের চর্বি যেন উঁকি না দেয়! ৪টি ব্যায়ামে এক সপ্তাহে পাবেন ফল
- Published by:Pooja Basu
Last Updated:
চিন্তা নেই। পুজোয় পছন্দের পোশাকই পরা যাবে। তবে তার জন্য পরিশ্রম করতে হবে এখন থেকে। এখানে চারটে ব্যায়ামের কথা বলা হল।
advertisement
চিন্তা নেই। পুজোয় পছন্দের পোশাকই পরা যাবে। তবে তার জন্য পরিশ্রম করতে হবে এখন থেকে। এখানে চারটে ব্যায়ামের কথা বলা হল। কীভাবে সেগুলো করতে হবে, আলোচনা করা হল তা নিয়েও। পুজোর আর দশ দিনও বাকি নেই। তাই অনুশীলন শুরু করে দিতে হবে আজ থেকেই। তাহলেই এক সপ্তাহের মধ্যে পিঠের চর্বি ঝরে যাবে। নতুন পোশাক পরতেও কোনও সমস্যা হবে না।
advertisement
সেরাটাস পুশ আপ: প্রথমে উপুড় হয়ে শুতে হবে। দুহাত থাকবে কাঁধের ঠিক নিচে। এবার হাতের উপর চাপ দিয়ে তুলতে হবে পুরো শরীর। তারপর হাতের উপর ভর দিয়েই ওঠানামা করাতে হবে বুক। এটা ১২ থেকে ১৫ বার করতে হবে প্রতিদিন। এটা করার সময় খেয়াল রাখতে হবে কাঁধ যেন উপরের দিকে উঠে না যায়। তেমন হলে দুহাত একটু বেশি ফাঁক করে রাখতে হবে। মেরুদণ্ড এবং পেটের অংশগুলিতে গভীরভাবে স্কুপ করতে হবে। যাতে কোর গতি নিয়ন্ত্রণ করতে পারে।
advertisement
পুলিং স্ট্র্যাপ উইথ ওয়েটস: এটা করার জন্য প্রথমে উপুড় হয়ে শুতে হবে। তারপর দুহাত ছড়িয়ে দিতে হবে দুদিকে। বাহু থাকবে সোজা। দু’পাও থাকবে টানটান। এবার দুহাত মাঝে থেকে উপরে তুলতে হবে। সেখান থেকে ধীরে ধীরে নিয়ে যেতে হবে কোমরের দুদিকে। এই অবস্থায় মাথা এবং বুকও উপর তুলতে হবে। ওই অবস্থায় ৫ সেকেন্ড থাকার পর ফের আগের অবস্থায় ফিরে যেতে হবে। মাথা এবং বুক নামানোর সঙ্গে সঙ্গে কোমরের দুদিক থেকে হাত ফিরিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে। দিনে ১০ বার এটা অনুশীলন করলেই হাতেনাতে ফল মিলবে।
advertisement
advertisement