আজ আমরা জেনে নেব মাস্কারা লাগানোর সঠিক উপায় কী এবং এটি ব্যবহারের সময় কী কী বিষয় মাথায় রাখা দরকার।
আরও পড়ুন– রাস্তায় টাকা পড়ে থাকতে দেখেও এড়িয়ে যাচ্ছেন? সাবধান! জেনে নিন ওই পরিস্থিতিতে কী করণীয়
সঠিক মাস্কারা নির্বাচন করা
মাস্কারা কেনার আগে নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে আমাদের চাহিদা কী। আমাদের প্রত্যেকের মাস্কারা ব্যবহারের আলাদা আলাদা চাহিদার কারণ রয়েছে। তাই আমাদের এমন একটি মাস্কারা কেনা উচিত যা আমাদেরই জন্য উপযুক্ত এবং এটি যাতে ওয়াটারপ্রুফ হয় সেটিও মাথায় রাখতে হবে। তবে, দৈনন্দিন ব্যবহারের জন্য ওয়াটারপ্রুফ মাস্কারা লাগানো উচিত নয়।
advertisement
আইল্যাশ কার্ল
মাস্কারা লাগানোর জন্য আইল্যাশ কার্ল করা প্রয়োজন। এর জন্য, একটি ভাল ল্যাশ কার্লার ব্যবহার করতে হবে এবং উপরের চোখের পাতার নীচে ল্যাশে কার্লারটি রেখে এটি প্রেস করতে হয়। এর পরই মাস্কারা লাগানো উচিৎ।
খুব বেশি মাস্কারা ব্যবহার না করা
ব্রাশে অতিরিক্ত মাস্কারা থাকলে তা কমিয়ে নিতে হবে। অন্যথায়, যদি প্রচুর পরিমাণে একসঙ্গে ব্যবহার করা হয় তবে চোখের পাতায় প্যাচ দেখা যাবে।
এভাবে ব্যবহার করা উচিত
এবার ব্রাশ দিয়ে উপরের চোখের পাতায় গোড়া থেকে শেষের দিকে মাস্কারা লাগাতে হবে। ব্রাশের সাহায্যে চোখের নিচের পাতায় মাস্কারা লাগানো উচিত। নিচের চোখের ল্যাশে সামনের অংশে মাস্কারা লাগানো উচিৎ। চোখের ল্যাশ আরও গাঢ় করার জন্য মাস্কারার দ্বিতীয় কোটও লাগানো যেতে পারে।
আর যা মাথায় রাখা দরকার
যদি মাস্কারা জমে যায় তাহলে তা একটু গরম করে নিতে হবে। এর জন্য হাত দিয়ে ঘষে মাস্কারাটি কিছুক্ষণ রোদে রাখতে হবে। তার পরে আইল্যাশে ভাল ভাবে লাগাতে হবে নিয়ম মেনে।