TRENDING:

জীববৈচিত্র্য আর প্রাকৃতিক শোভার যুগলবন্দী, ছুটির সেরা ঠিকানা হতে পারে North East-র এই National Park

Last Updated:

উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি ন্যাশনাল পার্ক ভ্রমণপিয়াসুদের তালিকায় অবশ্যই থাকা উচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারত প্রাকৃতিক বৈচিত্র‍্যে ভরপুর। পাহাড়, সমুদ্র, জঙ্গল সব মিলিয়ে ভারতে প্রকৃতির সব রকম রূপের মেলবন্ধন ঘটেছে। উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম সর্বত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় জমান। এর মধ্যে উত্তর পূর্ব ভারতের (Northeast India National Park) বেশ কয়েকটি ন্যাশনাল পার্ক (national parks)  ভ্রমণপিয়াসুদের তালিকায় অবশ্যই থাকা উচিত।
explore nature by visiting national parks in northeast india- Photo-PTI
explore nature by visiting national parks in northeast india- Photo-PTI
advertisement

পোবিতোরা বন্যপ্রাণী অভয়ারণ্য, অসম

গুয়াহাটি থেকে ৩০ কিমি দূরে অবস্থিত এই অভয়ারণ্যটিতে (national park)  বিভিন্ন ধরনের ভিনদেশীয় পাখি দেখতে পাওয়া যায়। আর এই কারণেই স্থানটি পূর্বের ভরতপুর বলে পরিচত।

ওরাং ন্যাশনাল পার্ক, দারাং

মিনি কাজিরাঙ্গা নামে পরিচিত এই ন্যাশনাল পার্কটি ((national park) বন্য মহিষের জন্য বিখ্যাত। একইসঙ্গে এক শৃঙ্গ বিশিষ্ট রাইনোসারাস, বাঘ, হরিণ এবং হাতিও দেখতে পাওয়া যায়।

advertisement

নোকরেক ন্যাশনাল পার্ক, তুরা

মেঘালয়ের সুন্দর শহর তুরা অসাধারণ নোকরেক ন্যাশনাল পার্কের জন্য বিখ্যাত। এই বিশাল অভয়ারণ্যটিতে এশিয়ান হাতির বাসস্থান রয়েছে।

নামেরি ন্যাশনাল পার্ক, অসম

উত্তরপূর্ব ভারতের (Northeast India National Park) হাতির সবচেয়ে বিখ্যাত আস্তানা হল অসমের নামেরি ন্যাশনাল পার্ক। এটি পর্যটকদের পাখি দেখার স্বর্গস্থানও বটে।

advertisement

আরও পড়ুন - Indian Cricket Team: Virat Kohli-কে পিঠে যন্ত্রণা চেপে ধরত দিনের বিভিন্ন সময়ে, কী করে পেলেন মুক্তি

নামদাপহা ন্যাশনাল পার্ক, ইটানগর

ভারতের অন্যতম বড় ন্যাশনাল পার্ক হল ইটানগরের নামদাপহা। গভীর জঙ্গলের জন্য এই ন্যাশনাল পার্কটি বিখ্যাত। এখানে সহজেই ক্লাউডেড চিতাবাঘ এবং স্নো চিতাবাঘ দেখতে পাওয়া যায়।

advertisement

কাজিরাঙ্গা ন্যাশানাল পার্ক, অসম

এটি ভারতের একমাত্র স্থান যেখানে এক শৃঙ্গ বিশিষ্ট রাইনোসারাসের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ দেখতে পাওয়া যায়। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে এখানে বহুমুখী জীববৈচিত্র‍্য রয়েছে।

হোলোনগাপার গিব্বন বন্যপ্রাণী অভয়ারণ্য, জোরহাট

জোরহাটের হোলোনগাপার বন্যপ্রাণী অভয়ারণ্য হুলক গিব্বন জনসংখ্যার জন্য বিখ্যাত।

আরও দেখুন - Jalpaiguri News : Corona-মহামারী কাটিয়ে প্রাণবন্ত হয়ে উঠছে Dooars, ধীরে ধীরে বাড়ছে পর্যটকদের ভিড়

advertisement

দেহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য, তিনসুকিয়া

১১০ বর্গ কিমি-এর উপরে বিস্তৃত এই বিশাল পার্কটিতে কিছু বিরল প্রজাতির পাখি, যেমন, সাদা ডানাওয়ালা উড ডাক এবং শকুন দেখতে পাওয়া যায়।

বাইসন (রাজবাড়ি) ন্যাশনাল পার্ক, ত্রিপুরা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজবাড়ি ন্যাশনাল পার্ক ত্রিপুরায় অবস্থিত উত্তর পূর্ব ভারতের একটি বিখ্যাত ন্যাশনাল পার্ক। এখানে বিভিন্ন ধরনের বাইসন, হরিণ এবং সোনালি লেঙ্গুর দেখতে পাওয়া যায়।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জীববৈচিত্র্য আর প্রাকৃতিক শোভার যুগলবন্দী, ছুটির সেরা ঠিকানা হতে পারে North East-র এই National Park
Open in App
হোম
খবর
ফটো
লোকাল