TRENDING:

Viral: গুগলের প্রাক্তন কর্মী এখন বেঙ্গালুরুর রাজপথে উবার মোটো চালান! কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

Viral: সম্প্রতি সেই ট্রেন্ড আরও একবার প্রকাশ্যে এসেছে৷ সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা ভাইরাল হয়েছে দ্রুত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু : বেঙ্গালুরু এমনই এক অত্যাধুনিক শহর, যেখানে প্রায়ই এমন অ্যাপক্যাব ড্রাইভার বা অটোচালকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, যাঁদের হয়তো কর্পোরেট পেশাদার হিসেবে বা ইউটিউবার হিসেবে কেরিয়ার রয়েছে৷ হয়তো এক্ষেত্রে অর্থোপার্জন তাঁদের মূল লক্ষ্য নয়৷
সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা ভাইরাল হয়েছে দ্রুত
সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা ভাইরাল হয়েছে দ্রুত
advertisement

শহরকে নতুন নতুন ভাবে আবিষ্কার করার জন্য, নিত্যনতুন মানুষের সঙ্গে আলাপ করার লক্ষ্যে তাঁরা চালকের আসনে বসেন৷ সম্প্রতি সেই ট্রেন্ড আরও একবার প্রকাশ্যে এসেছে৷ সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা ভাইরাল হয়েছে দ্রুত৷

মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ (অতীতের ট্যুইটার)-এ রাঘব দুয়া একটি ভিডিও শেয়ার করেছেন৷ সেখানে তিনি জানিয়েছেন যে উবার মোটো ড্রাইভার তাঁর সঙ্গী, তিনি আগে গুগল-এ চাকরি করতেন৷ নেটিজেন রাঘব দুয়ার কথায়, ‘‘আমার উবার মোটো ড্রাইভার একজন প্রাক্তন গুগলকর্মী৷ ২০ দিন আগে হায়দরাবাদ থেকে এসেছেন বেঙ্গালুরুতে৷ তিনি শুধু শহরকে আবিষ্কার করবেন বলে এই কাজ করছেন৷’’ তাঁর পোস্ট ভাইরাল হয়েছে দ্রুত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

নেটিজেনরা উচ্ছ্বসিত এই পোস্ট ঘিরে৷ এক জনের কথায়, ‘‘এটা সত্যিই অসাধারণ৷ আমার ধারণা, রাইডে তোমাদের মধ্যে আকর্ষণীয় আলোচনা হয়েছে৷’’ আরও এক জন স্মৃতিচারণা করেছেন, জানিয়েছেন নিজের অভিজ্ঞতা৷ তিনি ৫৩ বছর বয়সি এক চালকের দেখা পেয়েছিলেন যিনি অতীত জীবনে ছিলেন ব্যাঙ্ক ম্যানেজার৷ বিশাখাপত্তনম থেকে দিল্লিতে এসে অ্যাপক্যাবের চালক হয়েছিলেন শহরকে আবিষ্কার করবেন বলে৷ এই অভিজ্ঞতার জেরে সকলে বিস্মিত৷ নেটিজেনদের মতে, দেশের প্রযুক্তি-রাজধানীতে এই ধরনের ছকভাঙা ঘটনা সব হিসেব নিকেশ ভেঙে দিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: গুগলের প্রাক্তন কর্মী এখন বেঙ্গালুরুর রাজপথে উবার মোটো চালান! কারণ জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল