শহরকে নতুন নতুন ভাবে আবিষ্কার করার জন্য, নিত্যনতুন মানুষের সঙ্গে আলাপ করার লক্ষ্যে তাঁরা চালকের আসনে বসেন৷ সম্প্রতি সেই ট্রেন্ড আরও একবার প্রকাশ্যে এসেছে৷ সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা ভাইরাল হয়েছে দ্রুত৷
মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ (অতীতের ট্যুইটার)-এ রাঘব দুয়া একটি ভিডিও শেয়ার করেছেন৷ সেখানে তিনি জানিয়েছেন যে উবার মোটো ড্রাইভার তাঁর সঙ্গী, তিনি আগে গুগল-এ চাকরি করতেন৷ নেটিজেন রাঘব দুয়ার কথায়, ‘‘আমার উবার মোটো ড্রাইভার একজন প্রাক্তন গুগলকর্মী৷ ২০ দিন আগে হায়দরাবাদ থেকে এসেছেন বেঙ্গালুরুতে৷ তিনি শুধু শহরকে আবিষ্কার করবেন বলে এই কাজ করছেন৷’’ তাঁর পোস্ট ভাইরাল হয়েছে দ্রুত৷
advertisement
নেটিজেনরা উচ্ছ্বসিত এই পোস্ট ঘিরে৷ এক জনের কথায়, ‘‘এটা সত্যিই অসাধারণ৷ আমার ধারণা, রাইডে তোমাদের মধ্যে আকর্ষণীয় আলোচনা হয়েছে৷’’ আরও এক জন স্মৃতিচারণা করেছেন, জানিয়েছেন নিজের অভিজ্ঞতা৷ তিনি ৫৩ বছর বয়সি এক চালকের দেখা পেয়েছিলেন যিনি অতীত জীবনে ছিলেন ব্যাঙ্ক ম্যানেজার৷ বিশাখাপত্তনম থেকে দিল্লিতে এসে অ্যাপক্যাবের চালক হয়েছিলেন শহরকে আবিষ্কার করবেন বলে৷ এই অভিজ্ঞতার জেরে সকলে বিস্মিত৷ নেটিজেনদের মতে, দেশের প্রযুক্তি-রাজধানীতে এই ধরনের ছকভাঙা ঘটনা সব হিসেব নিকেশ ভেঙে দিয়েছে৷