TRENDING:

ত্বকের যত্ন নিন, নিজেকে রূপ ও লাবণ্যে ভরিয়ে তুলুন

Last Updated:

রোজ মুখের ও ত্বকের যত্ন নিন আর অন্যের চোখে হয়ে উঠুন আকর্ষণীয়, কিন্তু কীভাবে রইল অজানা কিছু ঘরোয়া উপায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রোজ মুখের ও ত্বকের যত্ন নিন আর অন্যের চোখে হয়ে উঠুন আকর্ষণীয়, কিন্তু কীভাবে রইল অজানা কিছু ঘরোয়া উপায় ৷ যা আপনাকে রূপ-লাবণ্যে ভরিয়ে তুলবে সৌন্দর্য বৃদ্ধি করবে কয়েকগুণ ৷ হাতের কাছে থাকা উপাদানের রূপ ও লাবণ্যে নিজেকে ভরিয়ে তুলুন ৷ উপাদানগুলি হল হলুদ, নারকেল তেল, অ্যালোয়বেরা, বেকিং সোডা, লেবু, পেঁপে, শশা, মধু, অলিভ অয়েল, গ্রীন টি, কড লিভার অয়েল, গোলাপ জল, গাজরের রস, করলার রস, কমলালেবুর রস, দুধ, কলা ইত্যাদি ৷
advertisement

হলুদ গুঁড়ো

ঝলমলে ত্বক পেতে হলুদের সঙ্গে ময়দা ও দুধ বা জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন বেশ ভাল করে ফেটিয়ে নিন ৷ যখন মিশ্রণটি সম্পূর্ণ হবে মেখে নিন মুখ, গলা ও ঘাড়ে ৷ ১৫-২০ মিনিট রাখার পরে ধুয়ে নিন ৷ সপ্তাহে এক অথবা দু'বার এই ভাবে ত্বকের যত্ন নিলে আপনি তফাৎ বুঝতে পারবেন নিজেই ৷

advertisement

নারকেল তেল

বিশুদ্ধ নারকেল তেল উষ্ণ গরম করে তাতে একটু চিনি মিশিয়ে নিন গলা, ঘাড় ও মুখে মেখে নিন বেশ কয়েক মিনিট (১০-১৫) ম্যাসাজ করুন তারপর ছেড়ে দিন সারা রাত সপ্তাহে দু'দিন এমন করলেই ফল পাবেন হাতে নাতে ৷ প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে নারকেল তেল মেখে নিন ৷ চামড়া হবে চকচকে ৷ শুকনো চামড়ার ক্ষেত্রে বড় ভাল উপকার পেতে পারেন ৷ তবে যাঁদের তৈলাক্ত চামড়া তাঁরা তেলের পরিমাই একটু কমই রাখতে পারেন ৷

advertisement

আজ ত্বকের লাবণ্য বাড়িয়ে তুলতে আলোচনা করলাম হলুদ গুঁড়ো ও নারকেল তেল কীভাবে কাজে আসে ৷ এরপরে বাকি উপাদানগুলির নিয়ে আলোচনা করব ৷ আপনাদের দেব অন্যের চোখে নিজেকে সুন্দরী করে তোলার একাধিক পদ্ধতি আপাতত এই দুই পদ্ধতিতেই কয়েক গুণ নিজের রূপ ও লাবণ্য বাড়িয়ে তুলুন ৷ নিজেকে অন্যের চোখে করে তুলুন আকর্ষণীয় ৷

advertisement

আরও পড়ুন : ভাল থাকতে রোজ পেঁয়াজ, থাকবেন সুস্থ, পাবেন রোগমুক্ত সুন্দর জীবন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ত্বকের যত্ন নিন, নিজেকে রূপ ও লাবণ্যে ভরিয়ে তুলুন