সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, আধিকারিকের পা শুঁড় দিয়ে জড়িয়ে ধরেছে শাবকটি ৷ যেন ধন্যবাদ জানাচ্ছে তাকে উদ্ধার করার জন্য ৷ ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘ভালবাসার কোনও ভাষা হয় না ৷ একটি হস্তীশাবক জড়িয়ে ধরেছে এক বন আধিকারিককে ৷ এই শাবকটিকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে তার মায়ের কাছে৷’’ অন্য একটি ট্যুইটে কাসওয়ান বলেছেন, এই ছবিটি আসলে ‘বিশুদ্ধ আনন্দ’ ৷ এবং ছবিটির জন্য তিনি তামিলনাড়ু বন দফতরকে কৃতিত্ব দিয়েছেন ৷
advertisement
আরও পড়ুন : ওয়ালেট খুইয়েও খাবার ডেলিভারি কর্মীর,‘নিষ্ঠা’ ঘিরে দ্বিখণ্ডিত ট্যুইটার
ছবিটি অনলাইনে শেয়ার করা হয়েছে ১৪ অক্টোবর ৷ ছবিটিতে এখনও অবধি ১৪ হাজারের বেশি ‘লাইক’ এসেছে ৷ এক জন নেটিজেন লিখেছেন ‘একজন পশু মানুষের থেকে বেশি বোঝে ভালবাসা’ ৷ অনেকে আবার এই ছবিকে বলেছেন ইন্টারনেটের কিউটেস্ট ছবি ৷ কেউ লিখেছেন, ‘লভ ভাইভস’ ৷
আরও পড়ুন : পুষ্টিগুণে অতুলনীয় করলার রস রোজ খান? এর ক্ষতিকর দিকগুলো জানেন তো?
এর আগে আইএএস আফিসার সুপ্রিয়া সাহু একটি ক্লিপ শেয়ার করেছিলেন ৷ সেখানে দেখা গিয়েছিল তামিলনাড়ুর নীলগিরি অরণ্যে মুদুমালাই জাতীয় পার্কে একটি হস্তীশাবককে উদ্ধার করা হয়েছে ৷ সেখানে শাবকটিকে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল ৷ পরে সেটিও তার মায়ের কাছে ফিরে যেতে পেরেছিল ৷ শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছিল তার মাকে খোঁজার সময় আধিকারিকদের বাধ্য শিশুর মতো অনুসরণ করছে শাবকটি ৷
সেই ভিডিওটি ট্যুইটারে ৫ লাখ বার দেখা হয়েছে ৷ লাইক পেয়েছে ৫৯০০ টি ৷ হস্তীশাবকটির খেয়াল রাখার জন্য বনদফতরকে ধন্যবাদ জানান নেটিজেনরা ৷