TRENDING:

রান্না করতে গিয়ে হাত পুড়ে গেল? জেনে রাখুন জ্বালা কমানোর কিছু সহজ উপায়

Last Updated:

চলুন জেনে নেওয়া যাক পোড়া জায়গার জ্বালাপোড়া এবং ফোসকা থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ ও কার্যকরী প্রতিকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রোজদিনই বাড়িতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে যায়, যার মধ্যে রান্না বা অন্য কোনও কাজ করার সময় হালকা হাত পুড়ে যাওয়া খুব একটা অদ্ভুত ব্যপার নয়।
advertisement

কিন্তু হাত বা অন্য জায়গায় সামান্য পুড়ে গেলে ভয়ানক জ্বালা করতে থাকে, ত্বক  লাল হয়ে যায় এবং ফোস্কা পড়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে, সময় না হারিয়ে অবিলম্বে একজন ডাক্তারের  সঙ্গে পরামর্শ করা উচিত, তবে তার আগে আপনি কিছু ঘরোয়া প্রতিকারও অবলম্বন করতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক পোড়া জায়গার জ্বালাপোড়া এবং ফোসকা থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ ও কার্যকরী প্রতিকার, পোড়া হাতে জ্বালাপোড়া থেকে দ্রুত মুক্তি পেতে এই ঘরোয়া প্রতিকারগুলি অনুসরণ করুন:

advertisement

মেহেন্দি পাতা - মেহেন্দি পাতা খুব ঠান্ডা, যা পোড়া জায়গায় ব্যবহার করলে জ্বালাপোড়া থেকে আরাম পাওয়া যায়। মেহেন্দি পাতা ভাল করে ধুয়ে পেস্ট করে নারকেল তেল মিশিয়ে পোড়া জায়গায় লাগাতে হবে। পোড়া জায়গায় মেহেন্দি পাতার পেস্ট লাগালে জ্বালা পোড়া কমে।

আরও পড়ুন: টাটকা মরশুমি শাকেই হুড়মুড়িয়ে কমবে ওজন! জেনে নিন সুস্বাদু সেই রেসিপিগুলো

advertisement

কলা-  কোনও জায়গা পুড়লে ফোস্কা পড়ার আশঙ্কা থাকে। সেজন্য পোড়ার পরপরই একটি কলা ভালো করে মাখিয়ে পেস্ট তৈরি করুন এবং সেই পেস্টটি পোড়া জায়গায় ক্রিমের মতো লাগান। এতে ত্বকের জ্বালাপোড়া কমে এবং ফোস্কা পড়ার আশঙ্কা কমে।

আরও পড়ুন: মুখের দুর্গন্ধে নাজেহাল? নিমেষেই গন্ধ দূর হবে, রইল কিছু সহজ টিপস

advertisement

আলু - পোড়া জায়গায় জ্বালাপোড়া থেকে মুক্তি পেতে আলু ঘষলে খুবই কার্যকর বলে মনে করা হয়। আলু ঘষে এবং এর পেস্ট সঙ্গে সঙ্গে পোড়া হাতে বা কোনো স্থানে লাগালে ফোস্কা পড়ে না এবং জ্বালাপোড়া থেকে উপশম হয়।

ভিনিগার - পোড়া জায়গায় ভিনিগার ব্যবহার করলে অনেক উপশম হয়। ভিনিগার অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং অ্যান্টিসেপটিক, যা সংক্রমণ প্রতিরোধ করতে পারে। ১ চামচ ভিনেগারে ৩ চামচ জল যোগ করে একটি দ্রবণ তৈরি করুন এবং তুলোর সাহায্যে পোড়া জায়গায় লাগান। এটি করলে কিছুক্ষণ পর ব্যথায় আরাম পাওয়া যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রান্না করতে গিয়ে হাত পুড়ে গেল? জেনে রাখুন জ্বালা কমানোর কিছু সহজ উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল