TRENDING:

Health Tips: ব্লাড প্রেশার বেড়ে গেছে, এই ভুল একদম নয়, শরীর বাঁচাতে পাতে রাখুন এই ৫ খাবার

Last Updated:

Health Tips: উচ্চ রক্তচাপের মতো সমস্যা দিন দিন বেড়েই চলেছে। রোগ হলেই মুঠো মুঠো ওষুধ খেলেই হল না,বরং ব্রেকফাস্টের ৫ খাবারেই রোগ থাকবে আপনার বশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা রোগ দানা বাধে। বিশেষত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সমস্যা দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসকেরা, উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বলে থাকেন। এই রোগ শরীরে একবার বাসা বাঁধলে নিমেষে শেষ হয়ে যাবে জীবন। হাইপারটেনশন কখন আপনার শরীরে প্রবেশ করেছে তা বোঝার আগেই শরীরে অনেক ক্ষতি হয়ে যাবে অজান্তেই। তবে নিত্যদিনের জীবন যাপনে সামান্য কিছু রদবদল আনলেই বাঁচতে পারবেন এই রোগের হাত থেকে। তবে রোগ হলেই মুঠো মুঠো ওষুধ খেলেই হল না,বরং ব্রেকফাস্টের ৫ খাবারেই রোগ থাকবে আপনার বশে।
ব্লাড প্রেশার বেড়ে গেছে, এই ভুল একদম নয়, শরীর বাঁচাতে পাতে রাখুন এই ৫ খাবার
ব্লাড প্রেশার বেড়ে গেছে, এই ভুল একদম নয়, শরীর বাঁচাতে পাতে রাখুন এই ৫ খাবার
advertisement

দই

দই স্বাস্থ্যের জন্য কতটা উপকারি সেকথা সকলেই জানেন, শরীর-স্বাস্থ্যই শুধু নয়, উচ্চ রক্তচাপের জন্য ভাল বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফল দিয়ে দই খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তবে এটি খাওয়ার সময় যতটা সম্ভব চিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বাজারের কেনা দইয়ের বদলে ঘরে বানানো টক দই শরীরের জন্য বেশি উপকারি।

advertisement

ডিম

ব্রেকফাস্টে ডিম খাওয়া শরীরের জন্য ভাল তেমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। ডিমের সাদা অংশ উচ্চ রক্তচাপের জন্য ভাল।

কলা

কলা শরীরের জন্য দারুণ উপকারি। কলাতে প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। কলায় সোডিয়াম না থাকার কারণে এটি হৃদরোগ কমাতেও সহায়তা করে। পটাসিয়াম সমৃদ্ধ এবং সোডিয়াম কম থাকা ডায়েট উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করতে পারে।

advertisement

আরও পড়ুন-বিষের চেয়েও বেশি ক্ষতিকর! ভুলেও এইভাবে দুধ পান করাবেন না আপনার সন্তানকে

আরও পড়ুন-গরমে শরীর ঠান্ডা রাখবে, পালাবে খারাপ কোলেস্টেরল! খাবারে রাখুন এই মোটাদানার শস্যগুলো

ওটস

ব্রেকফাস্টে সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। পটাসিয়াম সমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ভীষণ ভাব। ব্রেকফাস্টে ওটস খাওয়া খুবই উপকারি। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা উচ্চ রক্তচাপের জন্য দারুণ কাজ করে। উচ্চ রক্তচাপ বেশি থাকলে সোডিয়াম নিয়ন্ত্রণ করা উচিত। ওটসের মধ্যে সোডিয়াম কম থাকে, যা উচ্চ রক্তচাপের জন্য দারুণ কার্যকরী।

advertisement

বাদাম-আখরোট

বাদাম এবং নানা ধরনের বীজ খাওয়াটা শরীরের জন্য স্বাস্থ্যকর। কিন্তু বাদামে যেমন ফ্যাট থাকে,তেমনই প্রোটিন এবং কার্বোহাইড্রেট ও ফাইবার থাকে। এছাড়াও পটাশিয়াম সমৃদ্ধ আখরোট উচ্চ রক্তচাপের জন্য ভাল। ব্রেকফাস্টের জন্য লো ফ্যাটযুক্ত দুধ বা বাদাম খেতে পারেন। কুমড়োর বীজ, স্কোয়াশ বীজ, পেস্তা, বাদাম, কাজু এবং আখরোট উচ্চ রক্তচাপ কমাতে খুব উপকারী।

advertisement

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: ব্লাড প্রেশার বেড়ে গেছে, এই ভুল একদম নয়, শরীর বাঁচাতে পাতে রাখুন এই ৫ খাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল