এছাড়া ব্যবহার করা যায় পেঁপে, টম্যাটো, তরমুজ, আলু এবং শসা। পেঁপে এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্যে সমৃদ্ধ এবং এতে প্রাকৃতিক এনজাইম রয়েছে। এটি খুব ভালো প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। আলুর রস শুধু ব্লিচিং এজেন্ট নয় চোখের চারপাশের কালো দাগও হালকা করে। টম্যাটো তার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত এবং ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে। শসা প্রকৃতিতে ঠান্ডা, এটা ট্যান দূর করতে সাহায্য করে।
advertisement
আরও পড়ুন : শরীর ভাল রাখতে কাঁচা দুধ খাচ্ছেন? দেখে নিন কী বিপদ লুকিয়ে আছে!
৪-৫ কিউব পাকা পেঁপে, তরমুজ, আলু, টম্যাটো এবং শসা ব্লেন্ড করে জেলির মতো পেস্ট তৈরি করতে হবে। এবার পেস্টটা ১৫ মিনিটের জন্য রাখতে হবে ফ্রিজে। তারপর লাগাতে হবে হাতে মুখে। ত্বকে পেস্টটা পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত ঘষতে হবে।
আরও পড়ুন : সবুজের তুলনায় গোলাপি অ্যালোভেরা কি বেশি উপকারী? জানুন চুল ও ত্বকের যত্নের দরকারি কথা
মুসুর ডাল, হলুদ এবং দুধ: কাঁচা দুধে সারারাত ভিজিয়ে রাখতে হবে মুসুর ডাল। তারপর তাতে হলুদ দিয়ে পিষে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার সেটা লাগাতে হবে ত্বকে। না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আলতো করে ঘষে ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন : দাম্পত্যে কেন ঢোকে পরকীয়ার ঘুণপোকা, জানুন বিয়ে বাঁচাতে মনোবিদ কী বলছেন
লেবুর রস এবং মধু: লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট যা সান ট্যান দূর করতে সাহায্য করে। লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে অল্প চিনিও মেশানো যায়। এবার মৃত কোষ পরিষ্কার করতে পেস্টটা নিয়ে আলতো হাতে ত্বকে স্ক্রাব করতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে।