Pink Aloevera for Skin and Hair : সবুজের তুলনায় গোলাপি অ্যালোভেরা কি বেশি উপকারী? জানুন চুল ও ত্বকের যত্নের দরকারি কথা

Last Updated:

Pink Aloevera for Skin and Hair : সবুজ অ্যালোভেরার পাশাপাশি আছে গোলাপি অ্যালোভেরাও৷ অপেক্ষাকৃত কম প্রচলিত এই ভেষজও অত্যন্ত উপকারী৷

আমাদের মা দিদিমাদের পাশাপাশি রূপ বিশেষজ্ঞরাও এই ভেষজের গুণে মুগ্ধ
আমাদের মা দিদিমাদের পাশাপাশি রূপ বিশেষজ্ঞরাও এই ভেষজের গুণে মুগ্ধ
সুস্থতা ও শারীরিক সুস্থতার জন্য অ্যালোভেরার গুণের উপকারিতার শেষ নেই ৷ বহু প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর ব্যবহার হয়ে আসছে ৷ আমাদের মা দিদিমাদের পাশাপাশি রূপ বিশেষজ্ঞরাও এই ভেষজের গুণে মুগ্ধ ৷ ত্বক, চুল এবং সার্বিক সুস্থতার জন্য অ্যালোভেরার ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ অ্যালোভেরার জেল জাতীয় শাঁস ব্যবহৃত হয় ৷ কিন্তু জানেন কি সবুজ অ্যালোভেরার পাশাপাশি আছে গোলাপি অ্যালোভেরাও৷ অপেক্ষাকৃত কম প্রচলিত এই ভেষজও অত্যন্ত উপকারী৷
ত্বকের জন্য গোলাপি অ্যালোভেরাকে সাম্প্রতিকতম সুপারফুড বলা হচ্ছে ৷ ত্বককে নতুন জীবন দেয় এর শাঁস ৷ অত্যন্ত বেশি তাপমাত্রাতেও শরীরকে হাইড্রেটেড রাখে এর শাঁস ৷ চটচটে এই জেলের অক্সিডেশন প্রথা ধীরগতির ৷ তাপমাত্রার সঙ্গে সঙ্গে এর বর্ণও পরিবর্তিত হতে পারে ৷ বহুল প্রচলিত সবুজ অ্যালোভেরার সাদা শাঁসের তুলনায় গোলাপি অ্যালোভেরা অনেক বেশি কার্যকরী৷ বলা হয়, গোলাপি অ্যালোভেরায় অক্সিডেশন অনেক বেশি ৷ এর উপকরণও অনেক বেশি সক্রিয় ৷ ইমোডিন যৌগ অনেক বেশি থাকে গোলাপি অ্যালোভেরায় ৷ এই যৌগ ত্বককে মসৃণ ও ঝলমলে করে তোলে ৷ তীব্র অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদানের জন্য গোলাপি অ্যালোভেরা ত্বকে অনেক বেশি হাইড্রেশন পৌঁছে দেয় ৷ ত্বকের উপর হয়ে যাওয়া ক্ষতি কমিয়ে দেয় গোলাপি অ্যালোভেরা ৷ কমিয়ে দেয় বয়সের ছাপ ও জরার চিহ্নও ৷ তাছাড়া গোলাপি জেল দৃশ্যতই অনেক বেশি সুন্দর সাদা জেলের তুলনায় ৷
advertisement
advertisement
# গোলাপি অ্যালোভেরায় প্রচুর পরিমাণে আছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই ৷ এই উপকরণ বা উপাদানগুলি ত্বকের জন্য খুবই উপকারী ৷ অ্যাসট্রিনজেন্ট বা ক্লেঞ্জার হিসেবে ব্যবহার করা যায় ৷ ত্বকের সংক্রমণ কমাতেও কার্যকরী গোলাপি অ্যালোভেরা
advertisement
# ব্রণপ্রবণ ত্বকেও গোলাপি অ্যালোভেরার মতো উপকারী উপাদান কমই আছে ৷ এই জেল ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ৷ বার বার ব্রণর ফিরে আসাও কমিয়ে দেয় ৷ গোলাপি অ্যালোভেরার পরশে কমে যায় ত্বকের উপর ব্রণর দাগও
# গোলাপি অ্যালোভেরার অতিরিক্ত জলীয় ভাব ত্বককে আর্দ্র রাখে৷ ফলে ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, গোলাপি অ্যালোভেরার স্পর্শ তাকে যত্নে রাখে
advertisement
আরও পড়ুন  :  প্রেমিক বা স্বামী কি সত্যি আপনাকে ভালবাসে? সম্পর্কে এই লক্ষণগুলি এড়িয়ে যাবেন না
# গোলাপি অ্যালোভেরার জেলে আছে ফ্ল্যাভোনয়েড, টার্পেনয়েডস, লেক্টিন্স, আনস্যাচিওরেটেড ফ্যাটস, মোনো এবং পলিস্যাকারাইসড ৷ ফল পিগমেন্টেশন কমে যায়
# সানবার্ন কমাতেও গোলাপি অ্যালোভেরা অতুলনীয়
# চুলের যত্নে গোলাপি অ্যালোভেরা
ত্বকের পাশাপাশি চুলের যত্নেও গোলাপি অ্যালোভেরা তুলনাহীন৷ এর আয়রন ও জিঙ্ক উপকারী চুলের জন্য ৷ এর ফলে খুসকি কমে যায় ৷ স্ক্যাল্পের জন্যেও উপকারী ৷ চুলের গোড়া মজবুত করে বলে চুল পড়ার সমস্যা কমে ৷ চুল পেলব ও উজ্জ্বল থাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pink Aloevera for Skin and Hair : সবুজের তুলনায় গোলাপি অ্যালোভেরা কি বেশি উপকারী? জানুন চুল ও ত্বকের যত্নের দরকারি কথা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement