সাদা শাড়ির সঙ্গে টিউব স্টাইলের ব্লাউজ: সাহসী লুক চাইলে এটা সেরা। হালকা কাজের সাদা শাড়ির সঙ্গে টিউব স্টাইলের ব্লাউজ সাজকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। মেকআপের জন্য বেছে নেওয়া যায় মভ রঙ। আর গয়নার জন্য ভারি কানের দুল। ঝুমকো হলে সবচেয়ে ভাল। চুল খোলাই থাকুক। তবে কানের পাশের একটু কোঁকড়ানো হলে ব্যাপারটা জমে যাবে। এর জন্য পার্লারে যাওয়ার দরকার নেই। হেয়ার টুলই যথেষ্ট।
advertisement
আরও পড়ুন - Viral Video: হায় কপাল! পা দিয়ে জাতীয় পতাকা তুললেন পাক ক্রিকেটার, লজ্জার ভিডিও ভাইরাল
ভারি কাজের সাদা শাড়ি সঙ্গে ডিজাইনার স্লিভ: এই ধরনের শাড়ি দেখতে খুব সুন্দর। ক্লাসি এবং সাহসী লুক পেতে হলে ভারি কাজের সাদা শাড়ি পরতেই হবে। স্টেটমেন্ট লুক দিতে সঙ্গে থাক ডিজাইনার স্লিভ। হাতায় মাল্টি লেয়ার চেইনের কাজ। সঙ্গে মুক্তোর ছোঁয়া। খোলা চুলই এর সঙ্গে সবচেয়ে ভাল মানাবে। সোজা চুলে সিল্ক লুক দেওয়া যায়। মেকআপে ব্রাউন ন্যুড কালার ব্যবহার করলেই সবচেয়ে ভাল মানাবে। স্টাইলের জন্য হাতে থাক পুঁটলি ব্যাগ। কানে ছোট দুল। আসলে এই সাজের সঙ্গে গয়না যত কম ব্যবহার করা যায় তত ভাল।
আরও পড়ুন - Weather Alert: ৩ রাজ্যে জারি অ্যালার্ট, বৃষ্টিতে ভিজবে ১৪ রাজ্য, রইল কলকাতার লেটেস্ট ওয়েদার আপডেট
মুক্তোর কাজ করা সাদা শাড়ি: সাদা রঙের এমনিই একটা স্টাইল স্টেটমেন্ট রয়েছে। দেখতেও ভাল লাগে। তবে অন্য রকমের কিছু চেষ্টা করতে চাইলে মুক্তোর কাজ করা সাদা শাড়ি পরা যায়। এই শাড়ির পাড়ে মুক্তোর কাজ রয়েছে। এর সঙ্গে ন্যুড মেকআপই মানায় ভাল। এতে শাড়ির লুক ভাল ভাবে ফুটে উঠবে। পাশাপাশি মুক্তোর গয়নাও পরা যায়। গলায় মুক্তোর হার কিংবা কানে মুক্তোর দুল। তবে গয়না যত কম হয় তত ভাল। এই সাজের সঙ্গে চুল খোলা রাখাই উচিত। পাশাপাশি হাতে একটা বড় আংটি কিংবা ব্রেসলেট পরা যায়। মানাবে ভাল।