প্রথমদিকে প্রবল বাধা এসেছিল সমাজের একাংশ থেকে। কিন্তু দমে যাননি সরস্বতী। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে পুজো শুরু করেছিলেন। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন টানা ২৩ বছর ধরে সপ্তমীতে প্রতিমা প্রতিষ্ঠা, অষ্টমী-নবমীর মহাভোগ, আর বিজয়ার পর পুরনো প্রতিমা বিসর্জন—সবই চলছে নিয়ম মেনে। তবে ব্যতিক্রম এখানেই যে পুরোহিত নেই, নিজেই পুজো করেন সরস্বতী, সম্পূর্ণ আদিবাসী রীতিতে। বছরভর প্রতিমা থাকে তাঁর বাড়িতেই, প্রতিদিন করা হয় নিয়মিত আরাধনা।
advertisement
স্থানীয়রা জানান, পুজোর তিনদিন ধরে অন্নভোগে অংশ নেন হাজারও মানুষ। সঙ্গে থাকে ধামসা-মাদলের তালে আদিবাসী নাচ-গান। এখন আর শুধু গ্রামবাসী নয়, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এমনকি কলকাতা থেকেও ভিড় জমান দর্শনার্থীরা। সরকারি আর্থিক সাহায্যও পান তিনি, ঠিক অন্যান্য পুজো কমিটিগুলির মতোই।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 2:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja:নিজের মাতৃভাষায় তৈরি মন্ত্র, আদিবাসী রীতিতে দুর্গাপুজো করেন আদিবাসী মহিলা