মুর্শিদাবাদের কান্দি শহরের বহু প্রাচীন ও জাগ্রত পুজোগুলির মধ্যে অন্যতম গুপিবাবুর বাড়ির দুর্গাপুজো। শহরের মধ্যেই একটু পাশ ঘেঁষে অবস্থান করছে ছাতিনাকান্দি এলাকা। সেখানকার রাজবাড়িতেই মা পূজিতা হন। আগে রাজ্যপাঠ, জমিদারি ছিল। এখন সে-সব অতীত। তবুও পুজো আছে। পুজোর গরিমা আছে। আজও দূরদূরান্ত থেকে এই পুজোয় ভিড় উপচে পড়ে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মহালয়ার আগে বোধনের দিন পঞ্চমূণ্ডির আসনে মায়ের ঘট বসে ,শুরু হয় পুজো। এর পর থেকে পঞ্চমীর দিন পর্যন্ত চলে বোধন ঘটে দু’বেলা মায়ের পুজো। মহালয়ায় মায়ের চক্ষুদান, পঞ্চমীর দিন চোখধাঁধানো সাজে সাজিয়ে মা কে পাটে তোলা হয়, এর পর শুরু হয় মায়ের প্রধান পুজো। এখানে এখনও সন্ধিপুজোয় কামান দাগা হয়। সেই কামানের শব্দ শুনে আশপাশের সমস্ত গ্রামে শুরু হয় সন্ধিপুজো। দশমীর দিন বিকেলে মাকে ভাসান দেয়া হয় নিকটবর্তী দীঘিতে।
advertisement
শহরবাসীর কথায়, বর্ধমান শহরে কত বড় বড় বারোয়ারি পুজো হয়। কিন্তু গুপিবাবুর বাড়ির দুর্গাপুজোর মাহাত্মই আলাদা। বড় বড় বারোয়ারি পুজো ,থিম পুজোর চাকচিক্যের মাঝেও কান্দিবাসী একদিন হলেও ঠিক দেখে আসেন গুপিবাবুর বাড়ির দুর্গা মা-কে।