এর ফলে প্রথম বারের জন্য ভারতে পিৎজায় মাটন এবং চিংড়ির সংযোজন করা হচ্ছে। অর্থাৎ পুজোর মরশুমে পিৎজাতে মিলবে কষা মাংস, চম্পারণ মাটন এবং মালাই চিংড়ির স্বাদ। কষা মাংস পিৎজায় থাকবে মাটন মিটবল, পেঁয়াজ এবং কষা স্যসের টপিং। এর পাশাপাশি চম্পারণ মাটনেও থাকছে মাটন মিটবল, কিঞ্চিৎ রেড প্যাপরিকা এবং চম্পারণ স্যস। আর মালাই চিংড়ি পিৎজায় থাকবে চিংড়ি, রেড প্যাপরিকা, পাঁচফোড়ন সিজনিং এবং খাঁটি মালাই স্যস। এর দাম শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে।
advertisement
আরও পড়ুন-নবমীর দিন থেকে হাওয়া বদল ? আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
তবে নিরামিষাশীদেরও চিন্তা করার কোনও কারণ নেই। তাঁরাও উপভোগ করতে পারবেন ট্র্যাডিশনাল ফ্লেভার। এর মধ্যে অন্যতম হল কষা ভেজ, চম্পারণ ভেজ এবং মালাই পনির। কষা ভেজের ক্ষেত্রে থাকবে গ্রিল করা মাশরুম, পেঁয়াজ এবং কষা স্যসের টপিং। আবার চম্পারণ ভেজ পিৎজায় থাকবে গ্রিলড মাশরুম, ক্যাপসিকাম, রেড প্যাপরিকায় ঠাসা। সঙ্গে থাকবে চম্পারণ স্যসের টপিংও। আর মালাই পনিরের ক্ষেত্রে থাকবে মশলাদার হ্যালেপিনো, মশলা পনির এবং পাঁচফোড়ন সিজনিং। সঙ্গে থাকবে মালাই স্যসের টপিং। দাম শুরু হচ্ছে মাত্র ২৯৯ টাকা থেকে।
১৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, অসম, ওড়িশা, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের মতো পূর্ব ভারতের রাজ্যগুলির ডমিনোজ স্টোরে এইসব পিৎজা উপভোগ করতে পারবেন খাদ্যপ্রেমীরা। এছাড়া www.dominos.co.in অথবা ডমিনোজ মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেও পিৎজা অর্ডার করা যাবে।
আরও পড়ুন– ভারতের কাছে হারের পর চরম খেসারত; বাধ্য হয়ে বড়সড় পদক্ষেপ বিরক্ত বাবর এবং তাঁর পরিবারের
এই প্রসঙ্গে ডমিনোজ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং চিফ বিজনেস অফিসার সমীর বাত্রা বলেন, “পূর্ব ভারতের রন্ধনশৈলী এবং খাবারের ধরন অত্যন্ত সমৃদ্ধ। যা ডমিনোজে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আর সেই সঙ্গে পূর্ব ভারতের মার্কেট সব সময়ই আমাদের কাছে প্রাধান্য পেয়ে আসছে। যার জন্য আমরা গত বছরে ফ্লেভার্স অফ ইস্ট রেঞ্জ-এর প্রথম সংস্করণ চালু করেছিলাম। আর বরাবরই আমরা ব্যবহারকারীদের বক্তব্যকে প্রধান্য দিয়েছি। ফলে এবার ফ্লেভার্স অফ ইস্ট রেঞ্জ-এর দ্বিতীয় সংস্করণ চালু করছি। আমরা আশা করছি যে, আমাদের মেন্যুতে নতুন সংযোজন একটা দুর্দান্ত অভিজ্ঞতার সৃষ্টি করবে। সেই সঙ্গে উৎসবের মরশুমে গ্রাহকদের মুখেও হাসি ফোটাবে।”