TRENDING:

Durga Puja 2023 Fashion: গিরগিটির মতো রং বদলানো শাড়ি, পুজোয় এবার হিট! কোথায় পাবেন, দাম কত?

Last Updated:

Durga Puja 2023 Fashion: এমন একটি শাড়ি তৈরি করেছে যা, গিরগিটির মতো রঙ পরিবর্তন করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শাড়ি শুধুই পরিধান নয়। শাড়ি আসলে আবেগ। সারা ভারতের বিভিন্ন স্থানে তৈরি হয় বিভিন্ন রকমের শাড়ি। তার সঙ্গে বোনা থাকে শিল্পীর হাতের উৎকর্ষ। এক এক প্রদেশের এক এক ইতিহাস, সবই সুতোর টানে গাঁথা হয় শাড়ির গায়ে।
প্রতীকী শাড়ির ছবি
প্রতীকী শাড়ির ছবি
advertisement

এমনই এক বিস্ময়কর শাড়ি এবার তৈরি হয়েছে তেলঙ্গানায়। বহু বছর ধরেই তাঁতের শৈল্পিক দক্ষতা বিশ্বের কাছে তুলে ধরছেন এই রাজ্যের শিল্পীরা। স্থানীয় সিরিসিল্লা তন্তুবায় নল্লা বিজয়ও মাঝে মধ্যে এমন বিস্ময়কর শাড়ি তৈরি করে তাক লাগিয়ে দেন। এবার তিনি এমন একটি শাড়ি তৈরি করেছে যা, গিরগিটির মতো রঙ পরিবর্তন করে। সম্পূর্ণ তাঁতে বোনা এই শাড়িটি একবার দেখলে চোখ ঝলসে যেতে বাধ্য। সম্প্রতি তেলঙ্গানার মন্ত্রী কেটিআর এই শাড়িটি উন্মোচন করেছেন।

advertisement

রং বদলানো সেই শাড়ি

আরও পড়ুন: রোজকার খাবারে অত্যধিক নুন খান ভারতীয়রা, নয়া রিপোর্টে বড় বিপদের আশঙ্কা

কালরত্ন পুরস্কারপ্রাপ্ত তাঁতি নল্লা বিজয় কুমার। তাঁর পারিবারিক পেশা তাঁতে শাড়ি বোনা। সিরিসিল্লার বাসিন্দা বিজয়ের বাবা প্রয়াত নল্লা পরমধামুলুও একজন নামী তাঁত শিল্পী ছিলেন। তিনি এমন শাড়ি তৈরি করেছিলেন যা একটি দেশলাইয়ের বাক্সের ভিতর ভাঁজ করে রেখে দেওয়া যায়। যেন শাড়ি নয়, রূপকথা।

advertisement

সেই উত্তরাধিকার অব্যাহত রেখেছেন বিজয়ও। এবার তিনি এমন একটি শাড়ি তৈরি করেছেন, যেটির উপর আলো পড়লে এক একবার এক এক রকম রঙের দেখতে লাগে। সম্প্রতি তেলঙ্গানা সচিবালয়ে এই গিরগিটি শাড়ির আবরণ উন্মোচন করা হয়। রাজ্যের মন্ত্রী কেটিআর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি নল্লা বিজয়ের শৈল্পিক প্রতিভার প্রশংসা করেছেন।

advertisement

আরও পড়ুন: কিছু খেলেই বুকজ্বালা করে? অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা নির্মূল করবে এই চেনা সবজি

বিজয় জানান, এই শাড়িটি তৈরি করতে ৩০ গ্রাম সোনা, ৫০০ গ্রাম রুপোও বিভিন্ন রঙের রেশম সুতোর ব্যবহার করা হয়েছে। আড়ে ৪৮ ইঞ্চি, বহরে ৬.৩০ মিটার শাড়িটির ওজন ৬০০ গ্রাম। সম্পূর্ণ শাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ২ লক্ষ ৮০ হাজার টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

প্রখ্যাত ব্যবসায়ী দুরাপুদি বিষ্ণু এই বিশেষ শাড়িটির বরাত দিয়েছিলেন। অতীতে, বিজয় এমন আরও শাড়ি তৈরি করেছেন। এর আগে একটি সুগন্ধী শাড়ি তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আগামী দিনে একটি শাড়ি তৈরির পরিকল্পনা করে ফেলেছেন বিজয়। তিনি জানান সেই শাড়িটিও হতে চলেছে বিস্ময়কর। দাম হতে পারে ২৫ লক্ষ টাকা।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2023 Fashion: গিরগিটির মতো রং বদলানো শাড়ি, পুজোয় এবার হিট! কোথায় পাবেন, দাম কত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল