শুনতে অবাক লাগলেও। একটি ফল দিয়েই বানানো যেতে পারে হোমমেড হেয়ার কন্ডিশনার এবং এই ঘরোয়া কন্ডিশনার হার মানাতে পারে হাজার হাজার নামী-দামি ব্র্যান্ডকেও। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন এই হোম মেড হেয়ার কন্ডিশনার।
আরও পড়ুন: ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে সহজেই! ডায়েটে যোগ করুন এই ৫ উপাদান
advertisement
কলা যেমন স্বাস্থ্যের জন্য ভাল, তেমনি এটি ত্বক এবং বিশেষ করে চুলের জন্য খুবই পুষ্টিকর বলে বিবেচিত হয়। আসলে, কলায় পাওয়া অনেক ধরনের ভিটামিন, ক্যালসিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট চুলকে মজবুত ও চকচকে করে। বিশেষ করে শীতকালে যাদের চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে তাদের জন্য কলার কন্ডিশনার অত্যন্ত ভাল।
আরও পড়ুন: চুল ঝরে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় জেরবার! সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে রান্নাঘরেই
প্রাকৃতিক উপায়ে চুলকে ঝলমলে, নরম ও মজবুত করতে ঘরেই কলার হেয়ার কন্ডিশনার লাগাতে পারেন। পাকা কলা হেয়ার কন্ডিশনার ব্যবহারে চুলের জন্য প্রয়োজনীয় প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন-সি, ভিটামিন-বি৬ এর পাশাপাশি ভিটামিন-ইও প্রচুর পরিমাণে পাওয়া যায়। কলার কন্ডিশনার বানাতে প্রথমে ২টি পাকা কলা নিয়ে খোসা ছাড়িয়ে ভাল করে পেস্ট করে নিতে হবে। এরপর এই পেস্টে দুই চামচ বাদাম তেল (অলিভ অয়েলও দিতে পারেন) ও সামান্য মধু মেশানো যেতে পারে।
এবার এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগাতে হবে। আধ ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে ।সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন এই হোমমেড কন্ডিশনার। এটি চুলকে চকচকে করে তুলতে পারে এবং পর্যাপ্ত পুষ্টি দেয়। তাই চুলের যত্নে অবশ্যই ব্যবহার করতে পারেন কলার কন্ডিশনার।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)