তবে এই ঝামেলা থেকে মুক্তির উপায় রয়েছে। এগজস্ট ফ্যান দেওয়াল থেকে না খুলেই পরিষ্কার করা যেতে পারে। কোনও ভাবেই কোনও জলের প্রয়োজন হবে না। তা হলে দেখে নেওয়া যাক কী ভাবে দীপাবলির আগেই তেল দিয়ে এগজস্ট ফ্যান পরিষ্কার করা যাবে—
আরও পড়ুন: টাটাকে তাড়িয়েছে সিপিএম, পঞ্চায়েতের আগে মমতার দাবিতে সুচারু কৌশল!
advertisement
তেল এবং বেকিং সোডা—
রান্নাঘরের এগজস্ট ফ্যান পরিষ্কার করতে গেলে লাগবে একটু তেল আর বেকিং সোডা। এতে জট পাকানো ধুলো ময়লা খুব দ্রুত পরিষ্কার করে ফেলা যাবে। কয়েকটি ধাপে পাখা পরিষ্কার করতে হবে।
কী ভাবে পরিষ্কার করা যাবে:
একটি বাটিতে তেলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিতে হবে।
এ বার তুলো বা কাপড়ের সাহায্যে পাখা ও ফ্যানের জাল পরিষ্কার করতে হবে।
তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে প্রথমে ব্লেডটি পরিষ্কার করে তাতে তেল মাখিয়ে নিতে হবে।
তবে খেয়াল রাখতে হবে এই তেল যেন কোনও ভাবেই ফ্যানের মোটরে না চলে যায়।
আরও পড়ুন: বিরাট আশঙ্কা! কালীপুজো এবার তছনছ হতে পারে ঘূর্ণিঝড়ে, জারি হচ্ছে বড় নিষেধাজ্ঞা
তেল এবং লবণ—
এগজস্ট ফ্যানের প্যাড পরিষ্কার করতে লবণ এবং তেল ব্যবহার করা যেতে পারে। এতে শুধু পাখা পরিষ্কারই হবে না, পুরনো পাখার কালো ভাবও দূর হবে।
কী ভাবে পরিষ্কার করা যাবে:
একটি বাটিতে আধ কাপ তেলের সঙ্গে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিতে হবে।
গরম জলে ভেজানো কাপড় শুকনো করে পাখার ব্লেড পরিষ্কার করে নিতে হবে।
এরপর তেলের মিশ্রণ দিয়ে ব্লেডটি পরিষ্কার করতে হবে। মিনিট দশেক জন্য মিশ্রণটি লাগিয়ে রেখে দিতে হবে।
এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।
তেল এবং ডিটারজেন্ট পাউডার—
তেলের সঙ্গে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেও এগজস্ট ফ্যান পরিষ্কার করা যেতে পারে। এতে পরিশ্রমও কম হবে।
কী ভাবে পরিষ্কার করা যাবে:
আধ কাপ তেলে আধ কাপ ডিটারজেন্ট মেশাতে হবে।
প্রথমে গরম জলে ভেজানো কাপড় দিয়ে দিয়ে ফ্যানের ব্লেড পরিষ্কার করে নিতে হবে।
আপনি তেলের মিশ্রণটি ১০ মিনিট লাগিয়ে রাখতে হবে।
তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে।