TRENDING:

Risk of Miscarriage : রক্তে শর্করার মাত্রা ডেকে আনে মিসক্যারেজও, অন্তঃসত্ত্বা অবস্থায় সতর্ক থাকুন মধুমেহ আক্রান্তরা

Last Updated:

চিকিৎসকদের মতে, অন্তঃসত্ত্বা অবস্থায় রক্তে শর্করার মাত্রা নিয়মিত মাপতে হবে৷ ডায়াবেটিসের ওষুধ কোনওমতেই বাদ দেওয়া চলবে না (Diabetics during pregnancy)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যে কোনও নারীর জীবনে অন্তঃসত্ত্বাকালীন অবস্থার পর্ব খুবই গুরুত্বপূর্ণ৷ মায়ের স্বাস্থ্যের প্রভাব সরাসরি পড়ে গর্ভস্থ শিশুর উপর৷ যদি হবু মা মধুমেহ রোগে আক্রান্ত হন, তাহলে অনাগত সন্তানের জন্য অনেক বেশি সতর্কতা নিতে হবে৷ চিকিৎসক নীতিন গুপ্তে সংবাদমাধ্যমে বলেছেন, যে সব মহিলার রক্তে শর্করার মাত্রা তীব্র, তাঁদের ক্ষেত্রে মিসক্যারেজের আশঙ্কা বেশি (Risk of Miscarriage )৷ তাছাড়া, মৃত সন্তান প্রসব, ভ্রূণে জন্মগত ত্রুটি, সময়ের আগেই সন্তানের জন্ম, প্রিক্ল্যাম্পসিয়া, সন্তানের জন্ম দেওয়ার সময় জটিলতা-সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে৷
advertisement

আরও পড়ুন : বাড়তি ওজন ও হৃদরোগ নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে, কম প্রচলিত এই দানাশস্য গমের থেকে বেশি উপকারী

ডায়াবেটোলজিস্ট স্নেহল দেশাই মনে করেন ভারতে অন্তঃসত্ত্বা অবস্থায় সবথেকে বেশি জটিলতা দেখা দেয় মধুমেহ রোগের কারণে৷ ডায়াবেটিসের কারণে ভ্রূণের জটিল সমস্যা দেখা দেয়, বলে জানিয়েছেন স্নেহল৷ তাঁর মতে, অনেক সময় এই সমস্যা তৈরি হয়ে যায় একদম গোড়ায়৷ হয়তো কোনও মহিলা নিজেই টের পাননি গর্ভসঞ্চারের কথা, তখনই ভ্রূণে জটিলতা তৈরি হয়ে গিয়েছে৷ তাই স্নেহলের মতে, সন্তানধারণের পরিকল্পনা করে থাকলে সবার আগে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে৷

advertisement

আরও পড়ুন : আপনার সন্তান ১৫-১৮ বছর বয়সি? জেনে নিন টিকা নেওয়ার জন্য কী কী করতে হবে

আরও পড়ুন : দৌড়নর জুতোয় ফিতে বাঁধার ক্ষেত্রে একজোড়া বাড়তি ছিদ্র কেন থাকে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্তঃসত্ত্বা থাকাকালীন মধুমেহ রোগীর ডায়েটে বেশি করে রাখতে হবে তাজা ফল, শাকসব্জি, গোটা দানাশস্য এবং ডালজাতীয় খাবার৷ রক্তে শর্করার মাত্রা বেশি হলে অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যাক্রোসোমিয়া, শ্বাস প্রশ্বাসে কষ্ট, জন্ডিস, এমনকি হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়ার মতো জটিলতাও দেখা দিতে পারে৷ তাছাড়া মধুমেহ রোগ ডেকে আনে হৃদরোগ, কিডনির অসুখ, দৃষ্টিহীনতা, ডিপ্রেশন, ইউটিআই এবং বন্ধ্যাত্বর মতো শারীরিক সমস্যাও৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Risk of Miscarriage : রক্তে শর্করার মাত্রা ডেকে আনে মিসক্যারেজও, অন্তঃসত্ত্বা অবস্থায় সতর্ক থাকুন মধুমেহ আক্রান্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল