আরও পড়ুন : বাড়তি ওজন ও হৃদরোগ নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে, কম প্রচলিত এই দানাশস্য গমের থেকে বেশি উপকারী
ডায়াবেটোলজিস্ট স্নেহল দেশাই মনে করেন ভারতে অন্তঃসত্ত্বা অবস্থায় সবথেকে বেশি জটিলতা দেখা দেয় মধুমেহ রোগের কারণে৷ ডায়াবেটিসের কারণে ভ্রূণের জটিল সমস্যা দেখা দেয়, বলে জানিয়েছেন স্নেহল৷ তাঁর মতে, অনেক সময় এই সমস্যা তৈরি হয়ে যায় একদম গোড়ায়৷ হয়তো কোনও মহিলা নিজেই টের পাননি গর্ভসঞ্চারের কথা, তখনই ভ্রূণে জটিলতা তৈরি হয়ে গিয়েছে৷ তাই স্নেহলের মতে, সন্তানধারণের পরিকল্পনা করে থাকলে সবার আগে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে৷
advertisement
আরও পড়ুন : আপনার সন্তান ১৫-১৮ বছর বয়সি? জেনে নিন টিকা নেওয়ার জন্য কী কী করতে হবে
আরও পড়ুন : দৌড়নর জুতোয় ফিতে বাঁধার ক্ষেত্রে একজোড়া বাড়তি ছিদ্র কেন থাকে?
অন্তঃসত্ত্বা থাকাকালীন মধুমেহ রোগীর ডায়েটে বেশি করে রাখতে হবে তাজা ফল, শাকসব্জি, গোটা দানাশস্য এবং ডালজাতীয় খাবার৷ রক্তে শর্করার মাত্রা বেশি হলে অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যাক্রোসোমিয়া, শ্বাস প্রশ্বাসে কষ্ট, জন্ডিস, এমনকি হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়ার মতো জটিলতাও দেখা দিতে পারে৷ তাছাড়া মধুমেহ রোগ ডেকে আনে হৃদরোগ, কিডনির অসুখ, দৃষ্টিহীনতা, ডিপ্রেশন, ইউটিআই এবং বন্ধ্যাত্বর মতো শারীরিক সমস্যাও৷