TRENDING:

Home decor with eco friendly items : টেকসই অথচ অন্য স্বাদের, নতুন বছরে বাড়ি সাজান পরিবেশবান্ধব উপকরণে

Last Updated:

Home decor with eco friendly items : আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এমন অনেক কিছুই জায়গা করে নেয়, যা দামে কম হলেও তেমন টেকসই হয় না। এর সঙ্গে আবার রয়েছে পরিবেশ দূষণের ব্যাপারটাও, এর দিকে নজর না দিলে আখেরে ক্ষতি আমাদেরই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘর সাজানোর ক্ষেত্রে এক এক জনের পছন্দের পার্থক্য থাকতেই পারে, সত্যি বলতে কী সেটাই স্বাভাবিক। কিন্তু নতুন বছরে ঘর সাজানোর বিষয়ে এবার একটু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে (tips for home decor with eco friendly items)। কেন না, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এমন অনেক কিছুই জায়গা করে নেয়, যা দামে কম হলেও তেমন টেকসই হয় না। এর সঙ্গে আবার রয়েছে পরিবেশ দূষণের ব্যাপারটাও, এর দিকে নজর না দিলে আখেরে ক্ষতি আমাদেরই (decorate your home with ecofriendly things) ।
advertisement

ঘরের সাজে স্থায়িত্ব কী ভাবে আসে

আমাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্রের স্থায়িত্ব হল সেটাই যেখানে বর্তমানের চাহিদার সঙ্গে ভবিষ্যতের প্রয়োজনও, সামগ্রিক ভাবে পরিবেশের ভারসাম্যও বজায় থাকে। আর সেটাই গৃহসাজকে করে তোলে টেকসই।

দেখে নেওয়া যাক আমাদের বাড়ির সজ্জায় কী ভাবে ছোটখাটো জিনিস যুক্ত করে তাকে আমরা টেকসই করতে পারি!

advertisement

মেঝে ও দেওয়াল

নন-টক্সিক রঙ শুধু পরিবেশের জন্যই উপকারী নয়, এতে সামগ্রিকভাবে বাড়ির বাতাসের মান উন্নত হয়। তাই ভিওসিএস অর্থাৎ ভোলাটাইল অরগানিক উপাদানের মাত্রা কম রয়েছে এমন রঙ ঘরের জন্য বাছাই করতে হবে। সেক্ষেত্রে ওয়াটার-বেসড অথবা মিল্ক পেইন্ট এই সমস্যার সমাধান হতে পারে।

আরও পড়ুন : ওমিক্রনের দাপটে সুস্থ থাকতে খাদ্যতালিকায় যে যে খাবার সম্পূর্ণ না থাকলেই ভাল

advertisement

অর্গানিক  জিনিসপত্র

হাতের কাছে বিভিন্ন বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি জিনিস ব্যবহার করা যায়। যেমন পাটের মাদুর মেঝের সৌন্দর্য বাড়াবে। আবার দেওয়ালে টালির বদলে বাঁশের সাজ এনে দেবে আরণ্যক সৌন্দর্য।

আরও পড়ুন : নতুন বছরের শীতে মিষ্টি আলু খাওয়ায় রাশ না টানলেই নয়, জেনে নিন কেন!

সবুজে মোড়া ঘর

advertisement

গাছ এমন একটি জিনিস যা শুধু আমাদের ঘরের শোভা বর্ধনই করে না, আমাদের জীবনে সব দিক থেকেই গাছের অবদান অপরিসীম। যে কোনও আকৃতির এবং রঙের গাছ যে কোনও জায়গায় বাঁচতে পারে এবং সামগ্রিকভাবে ঘরের বাতাসের মান উন্নত করে।

আরও পড়ুন : মানুন কিছু নিয়ম, দেদার ভুরিভোজেও বাড়বে না ওজন

advertisement

স্বাভাবিক আলো

ঘরে যাতে পর্যাপ্ত আলো ঢোকে সে দিকে নজর রাখতে হবে৷ যার জন্য ঘরে হালকা পর্দা লাগানো উচিত হবে। যাতে সূর্যের আলো জানলা-দরজা দিয়ে প্রবেশ করতে পারে। একই সঙ্গে ঘরের জানলা আটকে যেন কোনও ভারী আসবাবপত্র না থাকে সে দিকে নজর দিতে হবে৷

আলোর স্থায়িত্ব

রাতে ঘরের আলোর জন্য গতানুগতিক লাইটের চেয়ে এলইডি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই এলইডি বালবগুলি ৭৫% এনার্জি সাশ্র‍য় করতে পারে।

ভিনটেজ এবং আপসাইকেলড লুক

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কোনও পুরনো হাতে আঁকা ছবি এবং পুরনো আসবাবপত্র দিয়ে ঘর সাজালে ঘরে একেবারের নতুন এবং এক অন্য ধরনের লুক চলে আসে। সেক্ষেত্রে ঘর সাজানোয় স্থায়িত্ব আনতে ভিনটেজ এবং আপসাইকেলড জিনিসের ব্যবহার খুব ভালো উপায়।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home decor with eco friendly items : টেকসই অথচ অন্য স্বাদের, নতুন বছরে বাড়ি সাজান পরিবেশবান্ধব উপকরণে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল