TRENDING:

Saheber Chithi : ‘ভিল ফুড’-এর সংসারে এসে জমিয়ে সর্ষে ইলিশ খেলেন সাহেবের ‘চিঠি’ দেবচন্দ্রিমা, পেলেন সাংসারিক টিপসও

Last Updated:

Saheber Chithi : পুষ্পরানি ও তাঁর পুত্রবধূ কবিতা সর্ষে ইলিশ রেঁধে খাওয়ালেন দেবচন্দ্রিমাকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চিঠি নিয়ে নয় ৷ ইলিশের স্বাদ নিতে হাজির দেবচন্দ্রিমা সিংহ রায় ৷ ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের নায়িকা এসেছিলেন ‘ভিল ফুড’-এর জনপ্রিয় ইউটিউবার পুষ্পরানি সরকারের কাছে ৷ যিনি ইউটিউবে পরিচিত ‘ঠাকুমা’ নামেই৷ পুষ্পরানি ও তাঁর পুত্রবধূ কবিতা সর্ষে ইলিশ রেঁধে খাওয়ালেন দেবচন্দ্রিমাকে ৷
ছবি : ভিল ফুড-এর ইউটিউব চ্য়ানেল
ছবি : ভিল ফুড-এর ইউটিউব চ্য়ানেল
advertisement

গ্রামের পরিবেশে পদ্মার ইলিশের লোভনীয় পদ খেয়ে মুগ্ধ দেবচন্দ্রিমা ৷ মজা করে বললেন, সাহেবকে দেবেন না৷ তিনি নিজেই ইলিশ চেটেপুটে খেয়ে নেবেন ৷ কারণ ইলিশের তেল, ঝোল থাকলে তাঁর আর কিছুই দরকার হয় না ৷ কিন্তু যে ইলিশ এত প্রিয়, সেই মাছ তিনি কোনওদিন হাতেই ধরেননি! জানালেন অকপট দেবচন্দ্রিমা ৷ এ বার ঠাকুমা পুষ্পরানি তাঁর হাতে ধরিয়ে দিলেন আস্ত পদ্মার ইলিশ ৷ দেবচন্দ্রিমার মজার ছলে কথায়, এ দৃশ্য দেখে তাঁর মা অজ্ঞানই হয়ে যাবেন!

advertisement

আরও পড়ুন :  মহিলাদের গোপনাঙ্গে দুর্গন্ধ যথেষ্ট উদ্বেগের, জানুন কী করবেন, কী করবেন না

খাওয়ার আগে অভিনেত্রী মন দিয়ে দেখলেন ইলিশ মাছ কাটাও ৷ আর দেখলেন গ্রামের পুকুর থেকে টাটকা রূপচাঁদ মাছ ধরা ৷ রান্না করতে করতে পুষ্পরানির পুত্রবধূ কবিতা কিছু টিপসও দিলেন ইলিশ নিয়ে ৷ বললেন, চওড়া ইলিশের স্বাদ বেশি ৷ আর রান্নার সময় কড়াইয়ে খুন্তি বেশি না দিয়ে সাঁড়াশি বা কাপড় দিয়ে কড়াইয়ের দু’টি হাতল ধরে একটু নাড়িয়ে নিতে হবে ৷ কবিতার ছেলে জানালেন, ইলিশ মাছ ডিম ছাড়া হলে তবে তার স্বাদ বেশি হয়৷

advertisement

আরও পড়ুন :  বাজার থেকে কেনার পরই আলু অঙ্কুরিত? সহজেই পচে যাচ্ছে? এই ফলের সঙ্গে একদম রাখবেন না

আরও পড়ুন :  এক বাটিতেই কমবে ওজন, মিলবে সব পুষ্টি, কীভাবে? জানুন উপায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কবিতার রাঁধা সর্ষে ইলিশ তৃপ্তি করে খেলেন দেবচন্দ্রিমা৷ ছিল আরও চমক ৷ তাঁকে পরিবেশন করা হয় শাপলা পোস্ত এবং খারকোল পাতা বাটা ৷ এই দুই স্বাদই জীবনে প্রথম বার খেলেন তিনি ৷ জানালেন ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী ৷ এমনিতে তিনি শাকসব্জি খেতে খুব একটা পছন্দ করেন না ৷ কিন্তু কবিতার হাতের মায়াময় গ্রামবাংলার স্বাদ প্রথম বার পেয়েই এর প্রেমে পড়লেন সাহেবের ‘চিঠি’৷ তাঁর এই সর্ষে ইলিশ অভিযান পোস্ট করা হয়েছে ‘ভিল ফুড’ চ্যানেলে ৷ নেটিজেন তথা দর্শকদের খুবই ভাল লেগেছে এই পর্বটি ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Saheber Chithi : ‘ভিল ফুড’-এর সংসারে এসে জমিয়ে সর্ষে ইলিশ খেলেন সাহেবের ‘চিঠি’ দেবচন্দ্রিমা, পেলেন সাংসারিক টিপসও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল