TRENDING:

Darjeeling: ঝর্ণার ধারে জমাটি উইকেন্ড, সঙ্গে স্থানীয় খাবারের এলাহি সম্ভার! কোথায় জানেন?

Last Updated:

Darjeeling: ছুটির দিন হোক বা উইকেন্ড পাহাড়ি ঝর্ণার ধারে লোকাল খাবার খেতে খেতে বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে জমজমাটি আড্ডা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিংঃ উইকেন্ড হোক বা ছুটির দিন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে কার না মন চায়। তার ওপর ঘরের কাছে যদি কোনও পাহাড়ে ঘেরা ডেস্টিনেশন হয় তাহলে তো কোন কথাই নেই। ঠিক দার্জিলিং যাওয়ার পথে রোহিনির কাছেই প্রকৃতির মাঝে এই জায়গাটি। পাহাড়ের কোলে এই শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটালে নিমিষেই আপনার মন ভাল হয়ে যাবে। একদিকে সবুজে ঘেরা সারি সারি পাহাড়,পাখিদের কিচিরমিচির শব্দ তার ওপর পাহাড়ি ঝর্না মন মুগ্ধ করবে।
advertisement

শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে ঠিক রোহিণী চা বাগানের কাছেই আলে টপে প্রকৃতির মাঝে গড়ে উঠেছে এই রেস্টুরেন্ট। চারিদিকে সারি সারি পাহাড় আর তার মাঝ দিয়ে নিজ গতিতে ছুটে চলেছে পাহাড়ি ঝরনা আর সেই ঝর্ণার জলের ধারেই রয়েছে ছোট্ট ছোট্ট বসার জায়গা। প্রতিদিন প্রচুর পর্যটক কিছুটা সময় কাটাতে এখানে এসে থাকে।

advertisement

আরও পড়ুনঃ বাইরে দাঁড়ানো ল্যান্ড রোভার, ব্রিটিশ আমেজে মোড়া পাহাড়ি এই রেস্তোরাঁ! এবারের ট্রিপে ঢুঁ মেরে আসুন

এ প্রসঙ্গে কর্মী দেবযানী প্রধান বলেন, প্রতিনিয়ত প্রচুর পর্যটক এখানে এসে থাকে এবং তারা এই পাহাড়ি ঝর্ণার জলের ধারে বসে খাবার খেতে পছন্দ করে। সেই অর্থেই পাহাড়ে আসলেই সকলে বিভিন্ন লোকাল খাবার ট্রাই করে থাকে সেক্ষেত্রে প্রকৃতির মাঝে বসে এখানে নেপালি জনজাতির বিভিন্ন খাবার থেকে শুরু করে চাইনিজ এবং ইন্ডিয়ান সব খাবারেরই মজা উপভোগ করতে পারবেন।

advertisement

View More

আরও পড়ুনঃ পুজোর ছুটিতে আকর্ষণের শীর্ষে দার্জিলিং, পরিচর্যার অভাবে ভুগছে এই জায়গা! হতাশ পর্যটকরা

ছুটির দিনে শহরের এই কোলাহল ছেড়ে নিরিবিলিতে পাহাড়ি ঝরনার ধারে বসে পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে হলে এই জায়গাটি হতে চলেছে আপনার সেরা ঠিকানা। এখানে এলে আপনি পাহাড়ি ঝর্ণার ধারে বসে বিভিন্ন লোকাল সুস্বাদু খাবারের মজা নিতে পারবেন এর পাশাপাশি থাকবে দুচোখ ভরে প্রকৃতিকে উপভোগ করার সুযোগ। পাহাড় মানেই আবেগ পাহাড় মানেই ভালোবাসা, আর আপনি যদি পাহাড় প্রেমী হয়ে থাকেন এবং পাহাড়ে ঘেরা কোন ডেস্টিনেশনে আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবের সাথে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন প্রকৃতির মাঝে পাহাড় এবং ঝরনার মেলবন্ধনে গড়ে ওঠা এই জায়গা থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিকি ডোনারের পরিচালক সুজিত সরকার আলিপুরদুয়ারে! ব্যাপারটা কী? তবে কি নতুন ছবির প্রস্তুতি?
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling: ঝর্ণার ধারে জমাটি উইকেন্ড, সঙ্গে স্থানীয় খাবারের এলাহি সম্ভার! কোথায় জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল