TRENDING:

Darjeeling News: দার্জিলিং বেড়াতে গেলে এই জায়গায় যেতে ভুলবেন না! পেয়ে যাবেন দারুণ কিছু! জানুন

Last Updated:

Darjeeling News: দার্জিলিং যাওয়ার আগে জেনে নিন ঠিক কোথায় যাবেন! এই জায়গায় না গেলে বড় মিস করবেন! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই পাহাড় জঙ্গল নদী দিয়ে ঘেরা অপরূপ সুন্দর এক জায়গা। উত্তরবঙ্গের প্রকৃতি বরাবরই মনমুগ্ধ করে পর্যটকদের। উত্তরবঙ্গে ঘোরার কথা আসলেই সবার প্রথমেই শীর্ষস্থানে জায়গা করে নেয় পাহাড়ের রানি দার্জিলিং। আর এবার শৈলশহরের ঐতিহ্য চারিদিকে পাহাড়ের ঢালে চা বাগান, স্টিম ইঞ্জিন চালিত টয়ট্রেন, পাহাড়ের বুকে দাঁড়িয়ে বরফের চাঁদরে মোরা কাঞ্চনজঙ্ঘা এবং নেপালি জনজাতির পোশাক আশাক থেকে অলংকার সমস্তটাই রং তুলিতে স্থানীয় যুবক যুবতীদের হাতে ফুটে উঠছে কাপড়ের উপর।
advertisement

ছোট ছোট ক্যালেন্ডারের মত কাপড় কেটে তার উপরেই রং তুলির টানে ফুটে উঠছে, টয় ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা এছাড়াও রয়েছে নেপালি জনজাতির বিভিন্ন ঐতিহ্য। বর্তমানে চুম্বকের মতো পর্যটকদের টানছে স্থানীয় যুবক যুবতীদের হাতে তৈরি এই ক্যানভাস পেইন্টিং। শৈল শহরে গিয়ে সকলেই নতুনত্ব কিছু পেতে চায় এবং সেই টানেই শৈল শহরকে আরও কাছ থেকে জানতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। পাহাড়ের নেপালি জনজাতির আচার-আচরণ এবং তাদের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস বরাবরই মনমুগ্ধ করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

আপনি যদি দার্জিলিং বেড়াতে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও আপনার চোখ পড়বে দার্জিলিং এর ম্যালরোডে অবস্থিত এই এশিয়ান আর্ট প্যালেসের উপর। দোকানটিকে দেখলেই মনে হয় যেন পাহাড়ের কোলে পাহাড়ের বিভিন্ন ঐতিহ্য সংস্কৃতিকে আঁকড়ে ধরে রয়েছে এই দোকান এবং এর ভেতরে প্রবেশ করলেই দেখা যায় পাহাড়ের বিভিন্ন জাতির ব্যবহৃত ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস তার মধ্যে সবার আগে চোখে পড়বে কাপড়ের ওপর আঁকা সেই ছবিগুলোর উপর। এ প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ী প্রতিমা ছেত্রী বলেন স্থানীয় বেশ কিছু ছাত্র-ছাত্রী অর্থাৎ চিত্রশিল্পীরা এই ছবিগুলি একে থাকে এবং পর্যটকরাও দারুণ পছন্দ করে এই ছবিগুলি।

advertisement

View More

আরও পড়ুন: নদীর পাশে হলুদ সর্ষে ক্ষেত! কলকাতার কাছেই সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটান!

বর্তমানে স্থানীয় ছাত্র-ছাত্রীদের হাতে আঁকা এই ছবিগুলি বিক্রির উদ্দেশ্যে রাখা হয় এবং বহু পর্যটক এ ছবিগুলি কিনে নিয়ে যায়। স্থানীয় ছাত্র ছাত্রীদের হাতে আঁকা কাঞ্চনজঙ্ঘা থেকে টয় ট্রেন সহ নেপালি জনজাতির আচার আচরণ এবং ঐতিহ্য সমস্ত কিছুই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড়ের পর্যটন এবং স্থানীয় জনজাতির ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতেই অভিনব উদ্যোগ স্থানীয় ছাত্র-ছাত্রীদের হাতে আঁকা এই ছবিগুলি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Darjeeling News: দার্জিলিং বেড়াতে গেলে এই জায়গায় যেতে ভুলবেন না! পেয়ে যাবেন দারুণ কিছু! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল