নিয়মিত এইসব ব্যবহারের কারণে চুলের আরও অনেক ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে আমরা আমাদের রান্নাঘরের কিছু উপকরণ ব্যবহার করে খুশকি থেকে মুক্তি পেতে পারি। আর সবথেকে বড় কথা হল, এই উপকরণগুলি খুবই সহজলভ্য। এই সব জিনিস প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে।
advertisement
এই প্রসঙ্গে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার আয়ুষ কর্মকর্তা ডা. দেবনন্দন তিওয়ারি জানান, মাথার ত্বকে খুশকি হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। খুশকি হল এক ধরনের মৃত কলাকোষ। কিন্তু খুশকি যখন চুল ছাড়িয়ে কপালে, কানের চারপাশে অতিরিক্ত পরিমাণে দেখা দিতে শুরু করে, তখন বুঝতে হবে যে, সমস্যা গভীরতর হচ্ছে। এই সময় মাথার স্ক্যাল্পে চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে। আয়ুর্বেদে এমন অনেক জিনিস রয়েছে, যা এই সমস্যা উপশম সাহায্য করতে পারে। এর মধ্যে হলুদ ও দই দিয়ে তৈরি মিশ্রণ সবথেকে কার্যকর।
তিনি আরও জানিয়েছেন যে, এই মিশ্রণটি তৈরি করতে, সমান পরিমাণে দই এবং হলুদের একটি পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টটি মাথার ত্বকে লাগিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে আধ ঘণ্টা ঢেকে রাখতে হবে। এর পরে ঈষদুষ্ণ জল দিয়ে মাথার ত্বক ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি মাথার ত্বক থেকে খুশকি দূর করতে বিশেষভাবে কার্যকর। আর এটি সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করা উচিত। এছাড়া চুলে সরষের তেল ব্যবহার করলেও খুশকি থেকে উপকার পাওয়া যায়।
