TRENDING:

কাঁচালঙ্কা আপনার পরম বন্ধু, গুণ জানলে চমকে যাবেন আপনিও . . .

Last Updated:

কাঁচালঙ্কা শুধুই মুখের রুচি ফেরায় না কাঁচালঙ্কার অপার গুণ শুনলে চমকে যাবেন আপনিও ৷ প্রথমত কাঁচালঙ্কার তাপনমূল্য নেই অর্থাৎ জিরো ক্যালোরি কাঁচালঙ্কা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কাঁচালঙ্কা শুধুই মুখের রুচি ফেরায় না কাঁচালঙ্কার অপার গুণ শুনলে চমকে যাবেন আপনিও ৷ প্রথমত কাঁচালঙ্কার তাপনমূল্য নেই অর্থাৎ জিরো ক্যালোরি কাঁচালঙ্কা ৷ মেটাবলিজম রেট ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় ৷
advertisement

ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায় রোজ কাঁচালঙ্কা খেলে ৷ কাঁচালঙ্কার মধ্যে কার্ডিও ভ্যাসকুলার পদ্ধতিকে সক্রিয় করে তোলে ৷ রক্তে কোলেস্টেরল, প্লেটরেটের সমতা বজায় রাখে, আগাত পেলে অনেক সময়ে রক্ত জমাট বাঁধা বা ক্লট হওয়ার প্রবণতা কমায় ৷

কাঁচালঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর শরীরের ভিটামিন সি অত্যন্ত পরিমাণে প্রয়োজন হয়ে থাকে ৷ আর ভিটামিন সি শরীর থেকে দ্রুত নির্গত হয়ে থাকে ৷ তাই কাঁচালঙ্কা শরীরে ভিটামিন সি এর সমতা বজায় রাখে ৷

advertisement

কাঁচালঙ্কা শরীরের অনেক রোগের সঙ্গে সাইনাস থেকেও মুক্তি দেয় ৷ আকারণে ঠান্ডা লাগার হাত থেকেও রীতিমত রক্ষা করে থাকে ৷ লঙ্কা অনেক ধরণের ব্যাথা যন্ত্রণা থেকে মুক্তি দেয় ৷ হজম ক্ষমতা বাড়িয়ে তোলে কয়েকগুণ ৷

এনার্জি বাড়াতে কাঁচালঙ্কার অনেক সাহায্য করে থাকে ৷ শরীরের শর্করার পরিমাণও নিয়ন্ত্রণ করে থাকে কাঁচালঙ্কা ৷ ভিটামিন সি, কে এর সঙ্গে আয়রনও আছে কাঁচালঙ্কায় ৷ অ্যান্টিব্যাকেরিয়াল উপাদান থাকায় চামড়ার সংক্রমণ রোধ করে কাঁচালঙ্কা ৷

advertisement

রক্ততঞ্চনে কাঁচালঙ্কার বিশেষ গুরুত্ব আছে ৷ শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে লঙ্কা ৷ প্রতিদিন কাঁচালঙ্কা আপনার মেনুতে রাখুন আর ভাল থাকুন, সুস্থ থাকুন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন : শুধুমাত্র এই দেবতার পুজো রোজ করুন কেটে যাবে সব বাধা বিপত্তি, অন্য কিছু করতেই হবেনা

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কাঁচালঙ্কা আপনার পরম বন্ধু, গুণ জানলে চমকে যাবেন আপনিও . . .