সাধারণত ডাব কাটতে কাটারির প্রচলন রয়েছে , কাটারির কোপেই ডাবের খোলা ছাড়িয়ে হাতে হাতে উঠে যায় তার জল ৷ এছাড়া নারকেলও বাঙালি বাড়িতে অত্যন্ত জনপ্রিয় ৷ অত্যন্ত দক্ষতার সঙ্গে নারকেল কাটতে হয় ৷ একটু এদিক ওদিক হলেও তা আর হল না ৷ নারকেল ফাটিয়ে তারপর কিছু একটা ভাবে নারকেলের মালা থেকে নারকেলের শাঁস তুলে নিতে হয় ৷ তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে নয়া পদ্ধতিতে ডাব কাটা একেবারে ভাইরাল ৷ ভাবতে পারেন এ আবার কী কথা ৷ রান্নার রেসিপি নিয়ে ভিডিও তো অত্যন্ত জনপ্রিয় হয় তাতে নানা স্বাদের খাবার সন্ধান পাওয়া যায় তাই সেই ভিডিওগুলি খুব সহজেই ভাইরাল হয়ে যায় ৷
advertisement
আরও পড়ুন - পরীক্ষা চলাকালীনই সন্তানের জন্ম দিলেন হাইস্কুলের ছাত্রী
সম্প্রতি ফেসবুকের সোশ্যাল হ্যান্ডেলে একটি ডাব কাটার ভিডিও সুপারহিট ৷ ইতিমধ্যেই শুধুমাত্র ওই হ্যান্ডেল থেকে ভিডিওটি দেখেছেন পাঁচ লক্ষ মানুষ ৷ ভিডিওটি শেয়ার হয়েছে আড়াই হাজারের বেশি ৷
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কাঠের পাটার ওপর ডাবটিকে রাখা হয়েছে ৷ যিনি ডাবটি কাটছেন তার হাতে প্রায় মাংস কাটার ছুরির মতো একটি ছুরি ৷ এরপর সেই ছুরির সাহায্যেই হাতের কামালে কেটে ফেলা হচ্ছে ডাবটি ৷ বাইরের খোসাটা একেবারে ছাড়িয়ে নিয়ে গোটা নারকেলের শাঁসটি একেবারে ঠিকঠাক রেখে দেওয়া হচ্ছে , দেখে নিন সেই ভাইরাল ভিডিওটি ৷