আরও পড়ুন: নামমাত্র টাকায় গঙ্গাসাগর যান ক্রুজে! এইটুকু খরচে রাজকীয় আয়োজন, দেখুন কোথায় পাবেন
সবজি চাষের জন্য খুব বেশি জমির প্রয়োজন হয় না। তুলনামূলকভাবে কম লাগে। পরিশ্রমও অনেক কম। তবে গাছগুলির পরিচর্যার কোন খামতি রাখা যাবে না।সবজি চাষের উঁচু জায়গা বেছে নিতে হবে। সেখানে ভালোভাবে চাষ-মই দিয়ে জমির মাটি জো অবস্থায় ঝুরঝুরে করে প্রয়োজনমত জমির আকার-আকৃতির সঙ্গে সঙ্গতি রেখে লম্বা বেড তৈরিকরে নিতে হবে। প্রতিটি বেডের মাঝখানে ৬ থেকে ৮ ইঞ্চি পরিমাণ গর্ত করে নালা সৃষ্টি করতে হবে। অর্থাৎ নালার মাটি তুলেই দুইপাশে বেড প্রয়োজনমত উঁচু করতে হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আর এভাবেই শীত কালে নিজস্ব উদ্যোগে শাকসবজি উৎপাদন করে নিজের চাহিদা মিটিয়ে তা বাণিজ্যিকভাবেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
সুমন সাহা